Kumar Sanu

অত্যাচারের অভিযোগ করছিলেন প্রাক্তন স্ত্রী! এ বার রীতার কাছে বড় অঙ্কের ক্ষতিপূরণ চাইলেন শানু

২০ বছর আগে বিবাহবিচ্ছেদ হয় শানু ও তাঁর স্ত্রীর। কিছু দিন আগের এক সাক্ষাৎকারে রীতা জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা থাকাকালীনও তাঁর উপর অত্যাচার করেছিলেন শানু এবং তিনি ঠিক করে খেতে পর্যন্ত পাননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৯
Share:

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে শানুর বড় পদক্ষেপ! ছবি: সংগৃহীত।

প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করলেন কুমার শানু। মুম্বই হাই কোর্টে রীতার বিরুদ্ধে মানহানির মামলা করলেন গায়ক। পাশাপাশি, বড় অঙ্কের ক্ষতিপূরণের দাবিও করেছেন তিনি।

Advertisement

কিছু দিন আগে এক সাক্ষাৎকারে কুমার শানুকে নিয়ে কথা বলেছিলেন রীতা ভট্টাচার্য। সেখানে শানুকে নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন রীতা। শানুর দাবি, বিভিন্ন জায়গায় প্রকাশিত ওই সাক্ষাৎকারও মুছে ফেলতে হবে। গায়কের দাবি, তাঁর স্ত্রী মিথ্যা অভিযোগ করেছেন, যার ফলে তাঁর ভাবমূর্তি নষ্ট হয়েছে।

২০ বছর আগে বিবাহবিচ্ছেদ হয় শানু ও তাঁর স্ত্রীর। কিছু দিন আগের এক সাক্ষাৎকারে রীতা জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা থাকাকালীনও তাঁর উপর অত্যাচার করেছিলেন শানু এবং তিনি ঠিক করে খেতে পর্যন্ত পাননি। শানুর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক আছে বলেও জানিয়েছিলেন তিনি।

Advertisement

রীতার বক্তব্য ছিল, “আমি যখন অন্তঃসত্ত্বা, তখন ওর একটা বিবাহবহির্ভূত সম্পর্কও ছিল। সেটা এতদিনে প্রকাশ্যে এসেছে। অথচ, আমাকে সেই সময়ে আদালতে নিয়ে গিয়েছিল। তখন আমার খুব অল্প বয়স। মনে হয়েছিল, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে।”

রীতা এমন দাবিও করেছিলেন, বাচ্চার খাবার, ওষুধও নাকি দেওয়া হত না তাঁকে। বেঁচে থাকার জন্য নিজের গয়না বেচে দিতে হয়েছিল বলেও দাবি তাঁর। এই অভিযোগের পাল্টা দিয়েছেন শানু। গত সেপ্টেম্বরে আইনজীবী সানা রইস খানের মাধ্যমে রীতাকে আইনি নোটিস পাঠিয়েছিলেন তিনি। সানা সেই আইনি নোটিসে রীতার অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। এ বার শানু তাঁর প্রাক্তন স্ত্রীর থেকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করলেন।

শানুর আইনজীবী সেই নোটিসে দাবি করেছিলেন, “গত ৪০ বছর ধরে সঙ্গীতে নিজেকে নিমজ্জিত রেখেছেন কুমার শানু। কোটি কোটি মানুষকে আনন্দ দিয়েছেন। এই আঘাতপূর্ণ মিথ্যাগুলির সাহায্যে অল্প সময়ের জন্য হইচই করা যায় ঠিকই। কিন্তু যে শিল্পী সারাজীবন ধরে সঙ্গীত উপহার দিয়েছেন, তাঁকে কখনওই এই মিথ্যাগুলো কালিমালিপ্ত করতে পারবে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement