ক্ষোভ উগরে দিলেন শ্রীলীলা ! ছবি: সংগৃহীত।
ছড়িয়ে পড়েছে শ্রীলীলার বিকৃত ছবি। ‘পুষ্পা ২’ ছবিতে ‘কিস্সিক’ গানে নেচে জনপ্রিয় হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী। নিজের বিকৃত ছবি দেখে ক্ষোভ উগরে দিলেন তিনি। পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবিকে সমর্থন যেন না করা হয়। অনুরোধ করেছেন শ্রীলীলা। অভিনেত্রী লিখেছেন, “আমি হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ছবি বিশ্বাস করবেন না। প্রযুক্তির ব্যবহার ও অপব্যবহারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। প্রযুক্তির উন্নতি হয়েছে জীবনকে সহজ করে তোলার জন্য, কঠিন করার জন্য নয়।”
শ্রীলীলা জানান, প্রত্যেক মহিলার পরিবার রয়েছে। কারও ছবি এই ভাবে বিকৃত করা উচিত নয়। তিনি লেখেন, “প্রত্যেক মেয়েই কারও কন্যা, কারও নাতনি, কারও বোন, কারও বন্ধু বা সহকর্মী। যাঁরা বিনোদনজগতে রয়েছেন তাঁরাও কারও না কারও কন্যা বা বোন। আমরা এমন একটা জগতের অংশ হতে চাই, যেটা আনন্দ দেয়।”
অভিনেত্রী জানান, তাঁর অগোচরে তাঁর ছবি ছড়িয়ে দেওয়া হয়েছিল। সব ক’টি ছবিই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করা। তাঁর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই খবরটি যাঁরা তাঁর কাছে পৌঁছে দিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, গত বছর ‘পুষ্পা ২’ ছবিতে নজর কাড়েন অভিনেত্রী। তার পরে কার্তিক আরিয়ানের বিপরীতে অনুরাগ বসুর পরিচালনায় একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই ছবি থেকেই নাকি কার্তিকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তাঁর। সম্পর্কের গুঞ্জনও ছড়ায়।