Sports News

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ফেডেরার

প্রথম সেটে টাইব্রেকারে ম্যাচে ফেরেন ফেডেরার। দ্বিতীয় সেট নিজের দখলে নিয়ে নেন একটা ব্রেকে। তৃতীয় সেটে পিছিয়ে পড়ে কোর্টের মধ্যেই তোয়ালে ছুড়ে নিজের ক্ষোভ প্রকাশ করে ফেলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৮ ১৭:৫১
Share:

শুরুটা একটু পিছিয়ে থেকেই করেছিলেন রজার ফেডেরার। কিন্তু প্রথম সেটে টাইব্রেকারের হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাজিমাত তাঁরই। কোয়ার্টার ফাইনালে টমাস বার্ডিচকে হারিয়ে দিলেন স্ট্রেট সেটে। আর বার্ডিচকে হারানোর সঙ্গেই ন’বার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন তিনি।

Advertisement

খেলার ফল ৭-৬ (১), ৬-৩, ৬-৪। এই নিয়ে ৪৩বার গ্র্যান্ডস্লামের শেষ চারে পৌঁছলেন ফেডেরার। আর ১১তম বার কোনও সেট না হেরেই সেমিফাইনালে জায়গা করে নিলেন। শুরুতে পিছিয়ে পড়েছিলেন সুইস তারকা। কিন্তু ১৯তম বাছাই বার্ডিচ সার্ভিংয়ে ভুল করে বসেন প্রথম সেটে যখন ম্যাচের ফল তাঁর পক্ষে ৫-৩। কিন্তু হক-আইয়ের রিপ্লের ভুলের জন্য চূড়ান্ত রেগে যান ফেডেরার।

প্রথম সেটে টাইব্রেকারে ম্যাচে ফেরেন ফেডেরার। দ্বিতীয় সেট নিজের দখলে নিয়ে নেন একটা ব্রেকে। তৃতীয় সেটে পিছিয়ে পড়ে কোর্টের মধ্যেই তোয়ালে ছুড়ে নিজের ক্ষোভ প্রকাশ করে ফেলেন তিনি। সেমিফাইনালে ফেডেরারকে খেলতে হবে দক্ষিণ কোরিয়ার চুং ইয়নের সঙ্গে। এ বার অস্ট্রেলিয়ান ওপেন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে ফেডেরারের কাছে।

Advertisement

আরও পড়ুন
প্রতিটি ম্যাচই আমাদের কাছে ডার্বির সমান: শিল্টন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন