আই লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা রোহিত

আই লিগে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড এত দিন দখলে ছিল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করা বাংলার জিতেন্দ্র সিংহের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ০৩:৫৭
Share:

ইন্ডিয়ান অ্যারোজের স্ট্রাইকার রোহিত ধানু। ছবি: সংগৃহীত।

আইজল এফসি-র বিরুদ্ধে ১-০ জয়ের দিনেই নয়া কীর্তি ইন্ডিয়ান অ্যারোজের স্ট্রাইকার রোহিত ধানুর। আই লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা এখন ১৬ বছর ৫ মাস ২৭ দিনের এই প্রতিশ্রুতিমান ফুটবলার।

Advertisement

আই লিগে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড এত দিন দখলে ছিল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করা বাংলার জিতেন্দ্র সিংহের। তিনিও এই মুহূর্তে ইন্ডিয়ান অ্যারোজের হয়েই আই লিগে খেলছেন। শনিবার আইজলের ঘরের মাঠে ১৪ মিনিটে গোল করে সতীর্থের গড়া রেকর্ডই ভাঙল রোহিত।

উত্তরাখণ্ডের রোহিতের উত্থান সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এলিট অ্যাকাডেমি থেকে। জাতীয় যুব দলের প্রাক্তন কোচ লুইস নর্টন দে মাতোস আবিষ্কার করেন প্রতিশ্রুতিমান এই স্ট্রাইকারকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement