কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি সুজয় পাল। — ফাইল চিত্র।
কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সুজয় পালের নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এত দিন তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এখন থেকে উচ্চ আদালতের স্থায়ী প্রধান বিচারপতি হতে চলেছেন তিনি।
গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি পালের নামে চূড়ান্ত সিলমোহর পড়েছে। এর পরেই তাঁকে স্থায়ী বিচারপতি পদে উন্নীত করার সুপারিশ করেছে কলেজিয়াম। শীর্ষ আদালতের তরফে বিবৃতি দিয়ে সোমবার সে কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় আইন মন্ত্রক বিজ্ঞপ্তি দিলেই বিচারপতি পাল কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে শপথগ্রহণ করবেন।
উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম অবসর নেওয়ার পর গত সেপ্টেম্বর থেকেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি পাল। তার আগে কেন্দ্রীয় আইন মন্ত্রকের বিজ্ঞপ্তির পর বিচারপতি সৌমেন সেন এই দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি সেনকে মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি করে পাঠানোর জন্য সুপারিশ করে। ফলে সেই শূন্যপদে দায়িত্বগ্রহণ করেন বিচারপতি পাল।
২০২৫ সালের জুলাই মাসে বিচারপতি পাল তেলঙ্গানা হাই কোর্ট থেকে বদলি হয়ে কলকাতা হাই কোর্টে আসেন। তার আগে, ২০২৪ সালে ব্যক্তিগত অনুরোধে মধ্যপ্রদেশ হাই কোর্ট থেকে তেলঙ্গানা হাই কোর্টে পাঠানো হয়েছিল তাঁকে। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি তেলঙ্গানা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান।