Cricket

দল যেখানে চায়, ব্যাট করতে রাজি হিটম্যান

আইপিএলে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় সীমিত ওভারের সিরিজে যাননি রোহিত। অস্ট্রেলিয়া উড়ে যাবেন শুধুমাত্র টেস্ট খেলতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ০৫:১৫
Share:

প্রস্তুতি: জাতীয় অ্যাকাডেমিতে ট্রেনিং চলছে রোহিতের। ফাইল চিত্র

টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে দারুণ সফল রোহিত শর্মা। কিন্তু দলের স্বার্থে সেই ওপেনারের জায়গা ছাড়তেও তৈরি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে যে কোনও জায়গায় নামতে তৈরি রোহিত।

Advertisement

ওপেনার হিসেবে প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করেন রোহিত। ডাবল সেঞ্চুরিও করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বিদেশের মাটিতে এ বারই প্রথম ওপেনার হিসেবে পরীক্ষা দিতে হতে পারে হিটম্যানকে (যে নামে ক্রিকেট মহলে পরিচিত তিনি)। রবিবার সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘‘দলের স্বার্থে যে কোনও জায়গায় ব্যাট করতে তৈরি আমি। তবে জানি না, দল আমাকে ওপেনারের জায়গা থেকে সরাবে কি না।’’ প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসবেন অধিনায়ক বিরাট কোহালি। তার পরে রোহিতের ভূমিকা কী হবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

আইপিএলে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় সীমিত ওভারের সিরিজে যাননি রোহিত। অস্ট্রেলিয়া উড়ে যাবেন শুধুমাত্র টেস্ট খেলতে। রোহিত মনে করেন, এত দিনে নিশ্চয়ই তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। রোহিত বলেছেন, ‘‘আমি নিশ্চিত, বিরাট ফিরে এলে দলের ব্যাটিং অর্ডার কী হবে, সে সব নিয়ে আলোচনা হয়েছে। তখন কে ওপেন করবে, কে চার নম্বরে নামবে, সব কিছুই ভেবে রাখা আছে। অস্ট্রেলিয়া যাওয়ার পরে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে।’’

Advertisement

অস্ট্রেলিয়ায় পিচের বাউন্স কি চিন্তার কারণ হতে পারে? রোহিতের জবাব, ‘‘অস্ট্রেলিয়ায় পার্‌থ ছাড়া সে রকম বাউন্স কোথায়? অ্যাডিলেড, সিডনি, মেলবোর্নে সে রকম বাউন্স নেই। তবে ওপেনার হিসেবে শুরুতেই কাট ও পুল শট খেলা যাবে না। চেষ্টা করব, উইকেটের সোজাসুজি শট নেওয়ার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন