আজ রাজকোটে সিরিজ বাঁচানোর লড়াই ভারতের, বোলিং নিয়ে যত দুশ্চিন্তা রোহিতের

‘মহা’ সঙ্কট কিছুটা স্বস্তি দিলেও রোহিতের সামনে অন্য সমস্যা রয়েছে। যেমন, ওপেনার শিখর ধওয়নের ফর্মে না থাকা। পেসারদের ডেথ ওভারে মার খেয়ে যাওয়া। ডিআরএস নিয়ে ঋষভ পন্থের ভূমিকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ ০৪:১৬
Share:

পর্যবেক্ষণ: কেমন হল হল বাইশ গজ? বুধবার রাজকোটের উইকেট দেখছেন অধিনায়ক রোহিত শর্মা। পিটিআই

বাংলাদেশের বিরুদ্ধে আজ, বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় দলে দু’একটা পরিবর্তন দেখা যেতে পারে। সে রকমই ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

Advertisement

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে হারার পরে দ্বিতীয় টি-টোয়েন্টি রাজকোটে। যে ম্যাচ ঘিরে আশঙ্কা তৈরি করেছে ঘূর্ণিঝড় ‘মহা’। তবে বুধবার রাতের খবর, রাতের দিকে বৃষ্টি হলেও ‘মহা’ শক্তি হারিয়ে ফেলেছে অনেকটাই। ফলে ম্যাচে আবহাওয়া থাবা না-ও বসাতে পারে।

‘মহা’ সঙ্কট কিছুটা স্বস্তি দিলেও রোহিতের সামনে অন্য সমস্যা রয়েছে। যেমন, ওপেনার শিখর ধওয়নের ফর্মে না থাকা। পেসারদের ডেথ ওভারে মার খেয়ে যাওয়া। ডিআরএস নিয়ে ঋষভ পন্থের ভূমিকা। এই ম্যাচে একটি রেকর্ডের মুখেও দাঁড়িয়ে রোহিত। রাজকোট ম্যাচ হতে চলেছে রোহিতের একশোতম টি-টোয়েন্টি। এর আগে কোনও ভারতীয় ক্রিকেটার এই কৃতিত্ব দেখাতে পারেননি। আন্তর্জাতিক মঞ্চে রোহিতের আগে রয়েছেন একমাত্র শোয়েব মালিক (১১১ ম্যাচ)।

Advertisement

যে ম্যাচে নামার আগের দিন সাংবাদিক বৈঠকে এসে রোহিত অবশ্য ব্যাটসম্যানদের পাশেই দাঁড়িয়েছেন। বলেছেন, ‘‘আমাদের ব্যাটিং ঠিকঠাকই হচ্ছে। তাই মনে হয় না আমাদের ব্যাটিংয়ে কোনও পরিবর্তন আনার প্রয়োজন আছে। তবে পিচটা একবার দেখতে হবে। তার পরে চূড়ান্ত দল ঠিক করা হবে।’’

তবে রোহিতের কথায় ইঙ্গিত, পেস বোলিং বিভাগে বদল হতেও পারে। বিরাট কোহালির জায়গায় এই মুহূর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া রোহিত বলেছেন, ‘‘দিল্লির পিচ দেখে আমরা আগের ম্যাচের পেস বোলারদের বেছে নিয়েছিলাম। এ বার সেই ভাবে রাজকোটের পিচ দেখার পরে ঠিক করব, আমাদের বোলিং লাইন কী হবে।’’ তবে রোহিত কোনও নাম না বললেও শার্দূল ঠাকুরের নাম ভেসে উঠেছে। শোনা যাচ্ছে খলিল আহমেদের জায়গায় আসতে পারেন তিনি। আগের ম্যাচে খলিলের করা ১৯তম ওভারে চারটে চার মেরে বাংলাদেশের জয়ের রাস্তা পরিষ্কার করে দিয়েছিলেন মুশফিকুর রহিম। যার পরে অনেকেই ম্যাচ হারার জন্য কাঠগড়ায় তুলেছিলেন খলিলকে। মনে করা হচ্ছে, খলিলের বাড়তি গতিকে কাজে লাগিয়ে ডেথ ওভারে তাঁকে মেরে দিচ্ছেন ব্যাটসম্যানরা।

রোহিত মনে করেন, দিল্লির চেয়ে রাজকোটের পিচে ব্যাট করা সহজ হবে। রোহিতের মন্তব্য, ‘‘পিচটা দেখে ভালই লাগছে। রাজকোটে ব্যাটসম্যানেরা বরাবরই সাহায্য পেয়ে এসেছে। বোলারদের জন্যও পিচে কিছু থাকে। দিল্লিতে যে রকম পিচ পেয়েছি, তার চেয়ে ভাল পিচ হবে বলেই আমি নিশ্চিত।’’

দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে। ফিরে আসার জন্য কী কৌশল হবে দলের, তা নিয়ে অবশ্য মুখ খুলতে চান না রোহিত। তবে এটা বলেছেন, ‘‘আমাদের কৌশল কী হবে, তা নিয়ে কিছু বলতে পারব না। তবে আগের ম্যাচের চেয়ে এই ম্যাচে আমাদের পরিকল্পনা অন্য রকম হবে। দিল্লির পিচের চরিত্র অনুযায়ী আমরা খেলেছিলাম। রাজকোটের পিচটা ভাল হলে আমরা নিজেদের খেলাটাও সে ভাবে বদলে নেব।’’

দিল্লির পিচে ব্যাট করা কেন কঠিন হয়ে গিয়েছিল, তার ব্যাখ্যাও দিয়েছেন রোহিত। বলেছেন, ‘‘দিল্লিতে বল ঘুরছিল, থেমে থেমে আসছিল। ওই ধরনের পিচে ভাল রান কী, তা বোঝা বেশ কঠিন। কিন্তু রাজকোটের পিচ তেমন হবে না বলেই মনে হয়। তাই খেলার ধরনটাও অন্য রকম হবে।’’

আগের ম্যাচে হারার পরে কি বোলাররা এ বার চাপে আছেন? রোহিতের জবাব, ‘‘চাপ কোনও একটা বিভাগের উপরে নেই। ভাল খেলার চাপ রয়েছে গোটা দলের উপরে। আমরা একটা দল হিসেবে হেরেছি, শুধু বোলাররা হারেনি। তাই দল হিসেবেই এ বার ভাল খেলতে হবে।’’

রোহিত একটা জিনিস চান দলের কাছ থেকে। আগের ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি যেন না হয়। অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন, ‘‘আমরা অনেক বিভাগেই ভাল খেলতে পারিনি। ভুল করেছি। সেগুলো আর করা চলবে না। একটা ভাল দলের গুণই হল, ভুলের পুনরাবৃত্তি না করা।’’

পরের বছর বিশ্বকাপের জন্য টি-টোয়েন্টি দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত। যে কারণে টি-টোয়েন্টি সিরিজে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। কিন্তু রোহিত বলছেন, ‘‘টি-টোয়েন্টি ফর্ম্যাটেই নতুন মুখদের দেখার একমাত্র সুযোগ থাকছে। যে কারণে পরীক্ষা চলছে।’’ তাঁর কথায় পরিষ্কার, ফল যা-ই হোক না কেন, আপাতত দল নিয়ে পরীক্ষা চলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন