Rome Open

হার রাফার, ফের বিতর্কে জোকোভিচ

মেজাজ হারিয়ে কোর্টে আছড়ে র‌্যাকেট ভাঙলেন বিশ্বের এক নম্বর। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ০৪:৩৭
Share:

ছবি রয়টার্স।

রোম ওপেনের কোয়ার্টার ফাইনালে ছিটকে গেলেন রাফায়েল নাদাল। আর্জেন্টিনার দিয়েগো সোয়ার্ৎজম্যানের বিরুদ্ধে এই প্রতিযোগিতায় রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন হারলেন ২-৬, ৫-৭। শেষ আটে আর এক তারকা নোভাক জোকোভিচ অবশ্য জিতলেন ডমিনিক কোয়েপফারের সঙ্গে দ্বৈরথে। ফল ৬-৩, ৪-৬, ৬-৩। তবে জিতলেও ম্যাচের মধ্যে মেজাজ হারিয়ে কোর্টে আছড়ে র‌্যাকেট ভাঙলেন বিশ্বের এক নম্বর।

Advertisement

নাদাল হারলেও অজুহাত দিতে চান না। বিশ্ব ক্রম পর্যায়ে ১৫ নম্বরে থাকা আর্জেন্টিনীয় প্রতিপক্ষকে এই ম্যাচের আগে তিনি ৯ বার হারিয়েছিলেন। ম্যাচের পরে নাদাল বলেন, ‘‘অজুহাত তো খোঁজাই যায়। কিন্তু আমি ম্যাচটায় ভাল খেলতে পারিনি। এ বার দেখতে হবে কেন পারলাম না? কী ভাবে ভুলটা শোধরানো যায়।’’ ৩৪ বছর বয়সি স্প্যানিশ তারকা চান আসন্ন ফরাসি ওপেনের আগে নিজের খেলায় ত্রুটিগুলো ঠিক করে নিতে। জোকোভিচের ক্ষেত্রে ব্যাপারটা যদিও অন্য রকম। দু’সপ্তাহও হয়নি তিনি যুক্তরাষ্ট্র ওপেন থেকে বহিষ্কৃত হয়েছেন। এমন একটা সময়ে ফের কোর্টে মেজাজ হারানোর পরেও জোকোভিচ বলেছেন, ‘‘এটা প্রথম বার নয় আমি কোর্টে র‌্যাকেট ভাঙলাম। শেষ বারও নয়। আগেও এ রকম করেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন