পর্তুগাল: ২ (রোনাল্ডো, নানি)
ওয়েলস: ০
বারো বছর পর পর্তুগালকে ইউরো ফাইনালে তুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সিআর সেভেনের পরপর বিস্ফোরণে ২-০ হারল গ্যারেথ বেলের ওয়েলস। দুটো গোলের পিছনেই ছিলেন রোনাল্ডো। প্রথমে কর্নার থেকে তাঁর বিখ্যাত স্পট জাম্পে ওয়েলস ডিফেন্সকে কোনও সুযোগ না দিয়ে দুরন্ত হেড। তাতেই এগিয়ে গিয়েছিল পর্তুগাল। তার কিছুক্ষণ পরই ফের আক্রমণ শানান রোনাল্ডো। এ বার ২৫ গজের শট। সেটা সোজা ওয়েলস গোলের সামনে নানির সামনে পড়লে তিনি অসাধারণ টাচে গোলে ঠেলে দেন। এই জোড়া ধাক্কা আর সামলাতে পারেননি বেলরা। ২০০৪ ইউরোয় পর্তুগালকে ফাইনালে তোলার দলে নায়ক ছিলেন লুইস ফিগো। কিন্তু তিনি ফাইনালে জেতাতে পারেননি। গ্রিসের কাছে হেরে রানার্স হয়েও সন্তুষ্ট থাকতে হয়েছিল। এ বার কিন্তু ফাইনালে জার্মানি বা ফ্রান্স যে দলই পড়ুক সিআর সেভেনের দাপটে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর পর্তুগাল সমর্থকরা।