রোনাল্ডোর রেকর্ড

গোল করলেন। আবার পেনাল্টি নষ্ট করলেন। ভ্যালেন্সিয়া ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নব্বই মিনিট ঠিক এমনই কাটল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০৩:৩৮
Share:

দাপট: ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে গোল করে রোনাল্ডো। শনিবার। ছবি: এএফপি।

গোল করলেন। আবার পেনাল্টি নষ্ট করলেন। ভ্যালেন্সিয়া ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নব্বই মিনিট ঠিক এমনই কাটল।

Advertisement

কাতালান ডার্বির কয়েক ঘণ্টা আগে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে নেমেছিল রিয়াল মাদ্রিদ। যে ম্যাচ ২-১ জিতল রিয়াল। সৌজন্যে রোনাল্ডোর গোল। প্রথমার্ধের ২৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সিআর সেভেন।

গোল করে আবার নিজের রেকর্ডের টুপিতে নতুন পালকও যোগ করলেন রিয়াল মহাতারকা। ইউরোপের ছ’টা সেরা লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন সিআর সেভেন। রোনাল্ডোর গোলের জবাবে অবশ্য ৮২ মিনিটে সমতা ফেরায় ভ্যালেন্সিয়ার ড্যানি পারেহো। তার কিছুক্ষণ পরেই মার্সেলোর গোলে জিতল রিয়াল। অন্য ম্যাচে আবার এস্প্যানিয়লকে ৩-০ হারিয়ে লা লিগার শীর্ষে থাকল বার্সেলোনা। জোড়া গোল করলেন লুইস সুয়ারেজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement