লিওনেল মেসি-কে নিয়ে বার্সেলোনা সমর্থকদের উদ্বেগ দূর হওয়ার দিনেই ফের রিয়াল মাদ্রিদ ছাড়ার জল্পনা উস্কে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
চলতি মরসুমেই ২০২১ পর্যন্ত রিয়ালের চুক্তিতে সই করেছেন পর্তুগিজ অধিনায়ক। সেটাই যে যথেষ্ট নয় স্পষ্ট করে দিয়েছেন রোনাল্ডো। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে লাতভিয়ার বিরুদ্ধে পর্তুগালের ম্যাচ ১০ জুন, শনিবার। পরপর দু’বার চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে চ্যাম্পিয়ন করে দু’দিন আগেই তিনি সি আর সেভেন যোগ দিয়েছেন জাতীয় দলে।
ইতিমধ্যেই রোনাল্ডো-কে পাওয়ার জন্য ঝাঁপিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-সহ একাধিক ক্লাব। জল্পনা তুঙ্গে হয়তো তাঁর পুরনো ক্লাবেই ফিরবেন রোনাল্ডো। সি আর সেভেনকে সই করতে বিশাল অর্থের প্রস্তাব দিয়েছে চিনের একটি ক্লাবও। রিয়ালের সঙ্গে ২০২১ পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও কী ভাবে ক্লাব ছাড়বেন? লাতভিয়া ম্যাচের প্রস্তুতির ফাঁকে উপস্থিত সাংবাদিকরা রোনাল্ডোকে জিজ্ঞেস করেন তিনি কি রিয়াল ছাড়বেন? জবাবে পর্তুগিজ মহাতারকা বলেছেন, ‘‘কোনও কিছুই অসম্ভব নয়।’’
আরও পড়ুন: কোস্তাকে বার্তা কন্তের, তোমাকে প্রয়োজন নেই