রোনাল্ডোর জন্য নতুন চুক্তি প্রস্তাব

এ ছাড়াও স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর, রিয়ার মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নাকি পর্তুগিজ মহাতারকাকে বিশাল অঙ্কের চুক্তি প্রস্তাব দেবেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ০৪:৩৪
Share:

তারকা: রোনাল্ডোর চাহিদা সম্ভবত পূরণ হচ্ছে। ফাইল চিত্র

ফুটবল মহলের একটা অংশ মনে করছে, এ বারের এল ক্লাসিকো হল লিওনেল মেসির কাছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে জবাব দেওয়ার ম্যাচ। কেন? এ বার ফিফার বর্ষসেরা পুরস্কারের পাশাপাশি ব্যালন ডি’ওর জিতে নিয়েছেন রোনাল্ডো। বর্ষসেরার মঞ্চ থেকে শূন্য হাতেই ফিরতে হয়েছে মেসিকে। বার্সেলোনার মহাতারকা পিচিচি পুরস্কার জিতলেও সেটা ক্ষতে প্রলেপ দেওয়ার মতো নয় বলেই অনেকে মনে করছেন। সেখানে জবাব দেওয়ার ম্যাচ একটাই। বছরের শেষ এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে হারিয়ে জবাব দেওয়া। বের্নাবাউয়ে, ঘরের মাঠে সি আর সেভেনকে হারিয়ে তাঁর আধিপত্য খর্ব করা।

Advertisement

কিন্তু ক্লাসিকোর আগে রোনাল্ডোর কি অবস্থা? গত কয়েক দিন ধরে রোনাল্ডোকে নিয়ে অনেক জল্পনা হচ্ছে। দু’দিন তিনি রিয়াল ফুটবলারদের সঙ্গে অনুশীলন করেননি। ক্লাবের তরফে জানানো হয়েছে, রোনাল্ডো আলাদা প্র্যাকটিস করছেন। এর পরেই শোনা যায়, সি আর সেভেন নাকি চোট সমস্যায় আক্রান্ত। যদিও বৃহস্পতিবার শোনা গিয়েছে, রোনাল্ডো মাঠে নামবেন।

এ ছাড়াও স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর, রিয়ার মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নাকি পর্তুগিজ মহাতারকাকে বিশাল অঙ্কের চুক্তি প্রস্তাব দেবেন। দিন কয়েক আগেই রোনাল্ডো বলেছিলেন, তিনি আরও বেশি অঙ্কের চুক্তি চান। পেরেজ নাকি কথা দিয়েছেন, মরসুম শেষে নতুন চুক্তি হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement