এখনই থামবেন না রোনাল্ডো

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে পর্যন্ত য়ুভেন্তাস ছিল ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর ডিফেন্স। কিন্তু তাঁর দাপটে ম্লান হয়ে গেলেন বুফনরা। তিনি— ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুন ২০১৭ ০৩:৫৮
Share:

ম্যাচ শেষে তখন তাঁর মুখে তৃপ্তি। মরসুম শুরুতে ধরা হয়েছিল আগের মতো সেই আক্রমণাত্মক ঝাঁঝ হয়তো তাঁর মধ্যে আর নেই। কিন্তু মরসুম শেষে আবার প্রমাণ করলেন তাঁর শ্রেষ্ঠত্ব।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে পর্যন্ত য়ুভেন্তাস ছিল ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর ডিফেন্স। কিন্তু তাঁর দাপটে ম্লান হয়ে গেলেন বুফনরা। তিনি— ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ইতালীয় ওয়াল চূর্ণ করে রোনাল্ডো দেখালেন তিনিই সাম্প্রতিক কালের অন্যতম সেরা গোলমেশিন। ম্যাচ জিতে উঠেও নিজের চেনা ভঙ্গিতেই সমালোচকদের বিরুদ্ধে তোপ দাগলেন সি আর সেভেন। ‘‘আমাকে সমালোচনা করার মতো ভাষা আর কারওর কাছে নেই। কারণ পরিসংখ্যান মিথ্যে বলে না,’’ বলছেন রোনাল্ডো।

Advertisement

গত ৩৭২ দিন কোনও স্বপ্নের মতোই কেটেছে রোনাল্ডোর। ইউরো থেকে শুরু করে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা। রোনাল্ডো মানেই এখন ট্রফি। ‘‘এই মরসুমটাও দারুণ কাটল। আমরা ট্রফি জিততে পেরেছি,’’ বলছেন রোনাল্ডো।

আরও পড়ুন: বোমাতঙ্কে আহত প্রায় হাজার য়ুভেন্তাস সমর্থক

তাঁর বয়স বেড়ে গেলেও জয়ের অদম্য জেদ যেন কোনও তরুণের মতোই। রোনাল্ডো বলছেন, ‘‘বয়স তো শুধু সংখ্যামাত্র। নিজেকে কোনও তরুণ ছেলের মতোই লাগছে। টানা দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে দারুণ লাগছে।’’ ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েও সন্তুষ্ট নন রোনাল্ডো। ‘‘আমি থামব না। তিন দিন বিশ্রাম নেব। তারপর পর্তুগালের হয়ে কনফেডারেশনস কাপে খেলতে যাব। সেটাও আমি জিততে চাই,’’ বলছেন রোনাল্ডো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন