চোট সারিয়ে দ্রুত ফিরছি, আশ্বাস রোনাল্ডোর

খুব দ্রুতই চোট সারিয়ে মাঠে ফিরছেন, সমর্থকদের আশ্বস্ত করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো ফাইনালের শুরুতে হাঁটুতে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছিল পর্তুগালের মহাতারকাকে। যে ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি রোনাল্ডো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৬ ০৩:০৪
Share:

—ফাইল চিত্র।

খুব দ্রুতই চোট সারিয়ে মাঠে ফিরছেন, সমর্থকদের আশ্বস্ত করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো ফাইনালের শুরুতে হাঁটুতে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছিল পর্তুগালের মহাতারকাকে। যে ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি রোনাল্ডো। দেশের হয়ে প্রাক বিশ্বকাপ ম্যাচ খেলতে পারছেন না। রিয়াল মাদ্রিদ জার্সিতে ফের কবে দেখা যাবে, তা-ও নিশ্চিত নয়। তবে ৩১ বছরের স্ট্রাইকার বলছেন, ‘‘খুব দ্রুত ফিরছি। মাঠে নামতে মুখিয়ে রয়েছি। আরও ট্রফি জিততে আমি তৈরি।’’ এটাও জানিয়েছেন যে, এখনই তিনি অবসর পরিকল্পনা সেরে েরখেছেন। স্প্যানিশ মিডিয়াকে তিনি বলেছেন, ‘‘বিশ্বের সেরা ক্লাবে খেলছি এখন। ৪১ বছর বয়সে এই ক্লাবেই কেরিয়ার শেষ করতে চাই। ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে এখানেই খেলে যেতে চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement