Sports News

অবসর ঘোষণা করে চমক রোজবার্গের

মার্সিডিজের হয়ে বিশ্বখেতাব জয়ের পাঁচ দিনের মধ্যে ফর্মুলা ওয়ান থেকে অবসর ঘোষণা করে দিলেন নিকো রোজবার্গ। একত্রিশ বছরের জার্মান তাঁরই সতীর্থ লুইস হ্যামিল্টনকে টপকে খেতাব জিতেছিলেন। তাঁর ঘোষণায় রেসিং মহল রীতিমতো স্তম্ভিত।

Advertisement

সংবাদ সংস্থা

ভিয়েনা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৬ ০৪:২৯
Share:

মার্সিডিজের হয়ে বিশ্বখেতাব জয়ের পাঁচ দিনের মধ্যে ফর্মুলা ওয়ান থেকে অবসর ঘোষণা করে দিলেন নিকো রোজবার্গ। একত্রিশ বছরের জার্মান তাঁরই সতীর্থ লুইস হ্যামিল্টনকে টপকে খেতাব জিতেছিলেন। তাঁর ঘোষণায় রেসিং মহল রীতিমতো স্তম্ভিত। ১৯৯৩-এ অ্যালেইন প্রুস্তের পরে এই প্রথম বর্তমান কোনও চ্যাম্পিয়ন অবসর ঘোষণা করলেন।

Advertisement

‘‘এখানে নিজের ফর্মুলা ওয়ান কেরিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। গত সোমবার থেকে ভাবছি। জানতাম না অবসর নেওয়ার সাহসটা দেখাতে পারব কি না,’’ এ দিন ভিয়েনায় এক অনুষ্ঠানে বলেছেন রোজবার্গ। সঙ্গে যোগ করেছেন, ‘‘কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। গল্পটা শেষ। এর পর বাবা আর স্বামী হিসেবে দিন কাটাতে চাই।’’

ছ’বছর বয়স থেকে কার্টিং শুরু করা রোজবার্গের প্রথম পোডিয়াম ২০০৮ অস্ট্রেলীয় গ্রাঁ প্রিতে। ২০১০-এ মার্সিডিজে যোগ দেন তিনি। লুইস হ্যামিল্টনের সঙ্গে তাঁর পার্টনারশিপের সৌজন্যে ফর্মুলা ওয়ান ট্র্যাকে কৃতিত্ব জাহির করে মার্সিডিজ। ২০১৪ এবং ২০১৫-র চ্যাম্পিয়ন হ্যামিল্টনকে হারিয়ে এ বছর বিশ্বখেতাব জেতেন রোজবার্গ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন