Sports News

দক্ষিণ আফ্রিকার বিমানে উঠতে দেওয়া হল না বাংলাদেশ ক্রিকেটার রুবেলকে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার নিজামুদ্দিন চৌধুরী আশ্বস্ত করে বলেন, ‘‘আমরা ক্রিকেট সাউথ আফ্রিকার সঙ্গে কথা বলছি। আসা করছি সমস্যা সমাধান হয়ে যাবে। সব সমস্যা মিটে গেলে ও পরবর্তি দক্ষিণ আফ্রিকার বিমান ধরবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৫৭
Share:

রুবেল হোসেন। ছবি: সংগৃহীত।

দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিমানে উঠতে পারলেন না বাংলাদেশের রুবেল হোসেন। কারণ হিসেবে জানানো হয়েছে, তাঁর কাছে অভিবাসন সংক্রান্ত ছাড়পত্র ছিল না। মঙ্গলবারের ঘটনা। ৬ অক্টোবর দক্ষিণ আফ্রিকার ব্লুমফনটেনে শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। তার আগে তিনদিনের যে অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশে সেখানে রুবেলের খেলার সম্ভাবনা কম। এ দিন পুরো দলকে দক্ষিণ আফ্রিকার বিমানে ওঠার অনুমতি দিলেও রুবেলকে আটকে দেয় বিমান কর্তৃপক্ষ। তাদের তরফে জানানো হয়েছে, ‘‘নতুন নিয়ম অনুযায়ী বিমানে উঠতে বোর্ডের বিশেষ অনুমতি লাগে।’’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার নিজামুদ্দিন চৌধুরী আশ্বস্ত করে বলেন, ‘‘আমরা ক্রিকেট সাউথ আফ্রিকার সঙ্গে কথা বলছি। আসা করছি সমস্যা সমাধান হয়ে যাবে। সব সমস্যা মিটে গেলে ও পরবর্তি দক্ষিণ আফ্রিকার বিমান ধরবে।’’

Advertisement

আরও পড়ুন

ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে অনিশ্চয়তা

Advertisement

ছয় ছক্কার ১০ বছর

রুবেলকে বাদ দিয়ে পুরো দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে পোচেফস্ট্রমে। ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট ৬ অক্টোবর থেকে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, রুবেলের অতীত ক্রিমিন্যাল রেকর্ডের সঙ্গে এর কোনও যোগাযোগ নেই। ২০১৪ সালে রুবেলের প্রাক্তন বান্ধবী ও অভিনেত্রী নাজনিন আখতার হ্যাপি রুবেলের বিরুদ্ধে শ্লিলতাহানির অভিযোগ এনেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement