ICC Cricket World Cup

ক্রিকেট বিশ্বকাপের নিয়ম বদলে যাওয়ার সম্ভাবনা, ২০২৭ সাল থেকে বাড়তে পারে ৪টি দল

এখনকার নিয়মে ভারত ৯টি ম্যাচ খেলবেই। যা সম্প্রচারকারী সংস্থাদের সুবিধা করছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২১ ০০:৫২
Share:

২০১১ সালে বিশ্বকাপ জেতে ভারত। ছবি: টুইটার থেকে

বদলে যেতে পারে ক্রিকেট বিশ্বকাপের নিয়ম। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও মনে করা হচ্ছে ২০২৭ সালের বিশ্বকাপ হতে পারে ১৪ দলের। ২০০৩ সালের পর আবার ফিরতে পারে সেই নিয়ম।

Advertisement

২০১৯ সালে বিশ্বকাপ হয়েছিল ১০ দলের। অইন মর্গ্যানের ইংল্যান্ড জিতে নিয়েছিল সেই বিশ্বকাপ। ২০২৩ সালেও সেই নিয়মই থাকবে। তার পরের বিশ্বকাপে ফের হতে চলেছে ১৪ দলের। এখনকার নিয়মে ভারত ৯টি ম্যাচ খেলবেই। যা সম্প্রচারকারী সংস্থাদের সুবিধা করছে। তবে আরও দলকে উৎসাহ দেওয়ার জন্য ১৪ দলের নিয়মে ফিরতে চাইছে আইসিসি। মঙ্গলবার এই নিয়ে আলোচনা হবে আইসিসি-র বৈঠকে।

১৪টি দলকে দুটো গ্রুপে ভাগ করা হবে। সেখান থেকে প্রতিটি গ্রুপের প্রথম ৩ দলকে নিয়ে হবে সুপার সিক্সের খেলা। সেই গ্রুপের প্রথম ৪ দলের মধ্যে হবে সেমিফাইনালের খেলা। এই নিয়মে ৫৬টি ম্যাচ খেলা হবে গোটা প্রতিযোগিতায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন