রিও অলিম্পিক্স থেকে রাশিয়াকে নির্বাসিত করছে না আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এই সিদ্ধান্ত জানিয়ে তারা বলে দিল, অলিম্পিক্স যে আঠাশটা ক্রীড়া সংস্থার আওতায় পড়ে, তারাই ঠিক করবে রুশ অ্যাথলিটদের ভবিষ্যৎ। রাশিয়ার কোনও অ্যাথলিট যদি তাঁর সংশ্লিষ্ট সংস্থাকে ডোপমুক্ত থাকার প্রমাণ দেন, তা হলে তিনি রিওর ছাড়পত্র পাবেন। তবে সংস্থাগুলিকে আইওসি সতর্ক করেছে যে, রুশদের জাতীয় ডোপ পরীক্ষার ফলের ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে আধুনিক পদ্ধতিতে তাঁদের ডোপ পরীক্ষা নিতে।