সাংসদ হিসেবে তাঁর দায়িত্ব নিয়ে যে তিনি সচেতন তা ফের বুঝিয়ে দিলেন সচিন তেন্ডুলকার। সংসদ আদর্শ গ্রাম যোজনা প্রকল্পে দ্বিতীয় বার একটা গ্রাম দত্তক নিলেন তিনি। মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলার দঞ্জা গ্রামকে এ বার বেছেছেন সচিন। এর আগে অন্ধ্রপ্রদেশের পুত্তমরাজু কন্দ্রিকা গ্রামকে দত্তক নিয়েছিলেন তিনি। এ বার সচিনের দায়িত্ব নেওয়া দ্বিতীয় গ্রাম বহু বছর ধরে খরার শিকার। অনেক কৃষক আত্মঘাতী হয়েছেন। যে গ্রামকে পাল্টে দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।