সচিন এখনও অনেক দূরে, বলছেন বিরাট

নিজের ৩০তম ওয়ান ডে সেঞ্চুরি করে উঠে সাংবাদিকদের বিরাট কোহালি বলেন, ‘‘গ্রেট ম্যান (সচিন তেন্ডুলকর) এখনও আমার চেয়ে অনেক এগিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৭ ০৪:১৫
Share:

সর্বাধিক ওয়ান ডে সেঞ্চুরিকারীদের তালিকায় রিকি পন্টিংকে তিনি ছুঁয়ে ফেলেছেন। সামনে এখন শুধু সচিন তেন্ডুলকরের করা ৪৯ সেঞ্চুরির রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন, তাঁর পক্ষেই সম্ভব সচিনকে ছোঁয়া। আর তিনি নিজে কী বলছেন?

Advertisement

নিজের ৩০তম ওয়ান ডে সেঞ্চুরি করে উঠে সাংবাদিকদের বিরাট কোহালি বলেন, ‘‘গ্রেট ম্যান (সচিন তেন্ডুলকর) এখনও আমার চেয়ে অনেক এগিয়ে। সচিনের কাছাকাছি পৌঁছতে গেলেও আমাকে দুর্দান্ত কিছু করতে হবে।’’ পাশাপাশি ভারত অধিনায়ক এও মনে করিয়ে দিয়েছেন, তাঁর মাথায় এখন এই সব রেকর্ডের কোনও চিন্তা নেই। ‘‘আমি এখন এই সব কথা একেবারেই ভাবছি না। আমার কাছে সব সময় টিম আগে। আমি যদি ৯০ রানও করি আর টিম জেতে, তা হলেই আমার কাছে সেটা আসল ব্যাপার।’’

সাংবাদিক বৈঠকে অবশ্য বিরাট-কৃতিত্ব নিয়ে এর পরেও প্রশ্ন হয়েছে। এবং কোহালি বলেছেন, ‘‘রিকি পন্টিংকে ছুঁতে পারাটা আমার কাছে বিরাট সম্মানের ব্যাপার। আমি অবশ্য এমন কোনও লক্ষ্য নিয়ে খেলি না। কিন্তু পন্টিং দারুণ খেলোয়াড় এবং এই কিংবদন্তিরা যে সব কীর্তি করে গিয়েছে, তা আমরা সম্মান করি।’’ এর পরে বিরাট আবার মনে করিয়ে দেন, ব্যক্তিগত কীর্তি নয়, তিনি সব সময় নজর দেন টিম গেমের ওপর।

Advertisement

আরও পড়ুন: ‘গ্লাভস হাতে বীরুর মতো এক সহজাত প্রতিভা মাহি’

অধিনায়ক কোহালিকে খুশি করেছে আরও একটা ব্যাপার। ‘‘বাদ পড়ে মুখ ভার না করে আমাদের সবাই চ্যালেঞ্জটা গ্রহণ করেছে,’’ সাংবাদিক বৈঠকে বলছিলেন তিনি, ‘‘এই টিমটার সবচেয়ে ভাল দিক হল, এরা খুব স্পোর্টিং। চ্যালেঞ্জের সামনে পড়লে পিছু হঠে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন