সপরিবার ভোটদান সচিনের

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ০৪:৩২
Share:

দায়িত্ব: সোমবার মুম্বইয়ের একটি কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে আসার পরে প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সঙ্গে স্ত্রী অঞ্জলি এবং পুত্র অর্জুন। পিটিআই

মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে পরিবার নিয়ে ভোট দিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। স্ত্রী, পুত্রকে নিয়ে ভোট দেওয়ার পাশাপাশি প্রাক্তন ভারতীয় অধিনায়ক গণতন্ত্রে বিশ্বাসী মানুষদের কাছে আর্জিও জানালেন ভোট দেওয়ার জন্য।

Advertisement

এ দিন সকালে স্ত্রী অঞ্জলি ও পুত্র অর্জুনকে নিয়ে বান্দ্রা শহরতলীর একটি স্কুলে এসে ভোট দেন সচিন।

ভোট দিয়ে এক বর্ষীয়ান মানুষের উদাহরণ দিয়ে সচিন মহারাষ্ট্রের মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান। বলেন, ‘‘আজ সকালে খবরের কাগজে একটি প্রতিবেদন পড়লাম। খুব সাধারণ ঘটনা নয়। খবরটা সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করায়। প্রতিবেদনে তিন বর্ষীয়ান ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। যার মধ্যে একজন ৯৪ বছর বয়স্ক। তিনি হুইলচেয়ারে করে ভোট দিতে যাবেন। যা সত্যিই প্রেরণা জোগায়।’’ এ ছাড়াও প্রতিবেদন উল্লেখ করা হয় একশো ও একশো ছয় বছরের বাকি দুই বর্ষীয়ান মানুষের কথাও। সচিন যোগ করেন, ‘‘পছন্দের প্রার্থীকে ভোট দিন। ঘরে বসে থাকবেন না।’’

Advertisement

এর পরেই পরিবার নিয়ে ভোট দেওয়ার ছবি পোস্ট করে সচিন টুইট করেন, ‘‘ভোট দিয়ে নিজের দায়িত্ব পালন করলাম। এ বার আপনিও সেই দায়িত্ব পালন করে গণতন্ত্রের শরিক হয়ে উঠুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন