অর্জুনকে নিয়ে স্বচ্ছ অভিযানে সচিন

সচিন সোশ্যাল মিডিয়াকেও এই প্রচারে কাজে লাগান। তাঁর টুইটার হ্যান্ডলে লেখেন, ‘‘আমাদের প্রত্যেকেরই ভারতকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আছে। তাই বন্ধুদের নিয়ে কোনও এলাকা বা রাস্তা সাফাইয়ের কাজে নেমে পড়ুন।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০৪:১০
Share:

পিতাপুত্র: মুম্বইয়ের বান্দ্রাতে স্বচ্ছ ভারত অভিযানে ঝাড়ু হাতে সচিন তেন্ডুলকর। পাশে অর্জুন। ছবি: পিটিআই।

যে হাতে তুলতেন ক্রিকেট ব্যাট, এ বার দেশের জন্য সেই হাতে তুলে নিলেন ঝাড়ু। মঙ্গলবার ছেলে অর্জুনকে নিয়ে স্বচ্ছতার অভিযানে নেমে পড়লেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর। পরিবেশকে পরিচ্ছন্ন রাখার আহ্বানও জানালেন সকলের কাছে। শুধু সুন্দর নয়, পরিবেশকে স্বাস্থ্যকর রাখারও আবেদন জানালেন তিনি। মঙ্গলবার সকালে বান্দ্রায় ঝাড়ু হাতে ছেলেকে নিয়ে এলাকা সাফাই অভিযানে নেমে পড়েন সচিন। সঙ্গে রাজনীতি, সমাজসেবার সঙ্গে জড়িত আরও কয়েকজন। কেন্দ্রীয় সরকারের নতুন স্লোগান ‘স্বচ্ছতাই সেবা’-র সমর্থনে সচিনের এই নতুন অভিযান। সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আশেপাশে ডাস্টবিন থাকা সত্ত্বেও যেখানে সেখানে ময়লা ফেলা হয়। নিজেদের বাড়িতে তো যেখানে সেখানে ময়লা ফেলি না আমরা। সবাইকে আমার অনুরোধ, দয়া করে এ ভাবে শহরের পরিচ্ছন্নতা এ ভাবে নষ্ট করবেন না।’’ পরে সচিন সোশ্যাল মিডিয়াকেও এই প্রচারে কাজে লাগান। তাঁর টুইটার হ্যান্ডলে লেখেন, ‘‘আমাদের প্রত্যেকেরই ভারতকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আছে। তাই বন্ধুদের নিয়ে কোনও এলাকা বা রাস্তা সাফাইয়ের কাজে নেমে পড়ুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন