সচিন থেকে শাস্ত্রী মুগ্ধ অবিশ্বাস্য ব্যাটিং-তাণ্ডবে

ভারতের বিরুদ্ধে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও জেতা ম্যাচ হারতে হয়েছিল শাকিব আল হাসান-দের। নিদাহাস ট্রফিতেও আরও একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সামনে থেকে হারতে হল বাংলাদেশকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৮ ০৫:৫৯
Share:

ট্রফি নিয়ে ভারতের ক্রিকেটারেরা। রবিবার কলম্বোয়। ছবি: এপি

নিদাহাস ট্রফি জেতার জন্য শেষ দু’ওভারে বাকি ছিল ৩৪ রান। তখনই এক বিস্ময় ইনিংসে ম্যাচ ঘুরিয়ে দিলেন ভারতীয় উইকেটরক্ষক দীনেশ কার্তিক। শেষ বলে ছয় মেরে ভারতকে ট্রফি দিলেন তিনি। কার্তিকের ৮ বলে অপরাজিত ২৯ রানের ইনিংসে মুগ্ধ করেছে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে। টুইটারে তিনি লিখেছেন, ‘দুর্দান্ত ব্যাট করল দীনেশ কার্তিক। অসাধারণ ফাইনাল। পাশাপাশি রোহিতের অবদানও ভুললে চলবে না।’

Advertisement

কার্তিকের এই ইনিংসে মুগ্ধ তাঁর সতীর্থরাও। মণীশ পাণ্ডে, শার্দূল ঠাকুররা যেন বিশ্বাস করতে পারছিলেন না তাঁরা চ্যাম্পিয়ন হয়ে গিয়েছেন। ম্যাচ শেষে বিস্মিত মণীশ টিভি-তে বলে ফেলেছেন, ‘‘ও মাই গড! কী ইনিংস। শেষ ওভারে মাথা ঠান্ডা রেখে খেলে গেল কার্তিক। অসাধারণ একটা ইনিংস দেখলাম।’’

কার্তিকের ইনিংসে মুগ্ধ ম্যাচের অন্যতম নায়ক যুজবেন্দ্র চহালও। বলেছেন, ‘‘নেটেও অসাধারণ ব্যাটিং করছিল কার্তিক ভাই। গত ম্যাচেও সেই প্রমাণ আমরা পেয়েছি। তারই আরও একটি উদাহরণ দেখলাম।’’ ম্যাচের পরে মুগ্ধ রবি শাস্ত্রী টুইট করেন, ‘শেষ বল না হওয়া পর্যন্ত ম্যাচের কখনও ফয়সালা হয় না। কার্তিক, তুমি দুর্দান্ত।’

Advertisement

বিশ্বকাপে মহেন্দ্র সিংহ ধোনির পারফরম্যান্সের সঙ্গে এই ম্যাচের তুলনা করতে দেখা গেল আর. অশ্বিনকে। টুইটারে তিনি লিখেছেন, ‘‘বিশ্বকাপে ধোনির ইনিংসের মতোই এই ইনিংসটি অনেকদিন সবাই মনে রাখবে। অপূর্ব ক্রিকেট দেখা গেল।’’

ভারতের বিরুদ্ধে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও জেতা ম্যাচ হারতে হয়েছিল শাকিব আল হাসান-দের। নিদাহাস ট্রফিতেও আরও একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সামনে থেকে হারতে হল বাংলাদেশকে। রুবেল হুসেনের পারফরম্যান্সে তিনি হতাশ। সে বিষয়ে বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান বলেছেন, ‘‘১৮ ও ১৯ নম্বর ওভারে দলের সেরা বোলারদের বল করিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলাম। তাই রুবেল-কে বল দিয়েছিলাম। সে ওভার থেকে ১৫টি রান আসলেও আমরা জিততে পারতাম। কিন্তু দীনেশ কার্তিকের এই ইনিংসটা সব পরিকল্পনা বদলে দিল। অসাধারণ ব্যাটিং।’’

তবে ম্যাচের নায়ক দীনেশ কার্তিকের শেষ বলে ছক্কা হাঁকানোটা দেখতে পারেননি খোদ ভারতের অধিনায়ক রোহিত শর্মাই। তিনি ধরেই নিয়েছিলেন সুপার ওভারে যাচ্ছে ম্যাচ। তাই সুপার ওভারের প্রস্তুতি নিতে গিয়েছিলেন তিনি। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, ‘‘আমি তখন ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলাম প্যাড পরতে।’’ পাশাপাশি কার্তিকের দুরন্ত ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘‘দুরন্ত ব্যাটিং করেছে দীনেশ। খুব বেশি সময় ও পায়নি ক্রিজে কিন্তু ও যে কতটা ক্ষমতা ধরে সেটা দেখিয়ে দিয়েছে।’’ কার্তিককে শেষের দিকে ব্যাটিং করতে পাঠানোটাও তাঁদের পরিকল্পনার অঙ্গ ছিল সেটাও বলেন ভারতের অধিনায়ক, ‘‘আমরা দীনেশকে পরের দিকে ব্যাটিং করতে পাঠাই ওর ম্যাচ শেষ করার ক্ষমতা আর অভিজ্ঞতার জন্য।’’

শেষ ম্যাচের নায়ক দীনেশ কার্তিক হলেও সিরিজের সেরা হয়েছেন তরুণ ভারতীয় অফস্পিনার ওয়াশিংটন সুন্দর। পাওয়ার-প্লেতে তাঁর বোলিংয়ের দাপটেই চাপে পড়ে গিয়েছিল ভারতের বিপক্ষ দলগুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন