হাসপাতাল থেকে নিজের ছবি টুইটারে পোস্ট করলেন সচিন।
ক্রিকেট থেকে অবসর নিলেও পুরনো চোট এখনও ভোগাচ্ছে তাঁকে। তাই ফের হাঁটুর অস্ত্রোপচার করাতে বাধ্য হলেন সচিন তেন্ডুলকর। লন্ডনে বাঁ পায়ে এই অস্ত্রোপচারের পর নিজেই পায়ের ছবি টুইটারে পোস্ট করে লেখেন, ‘‘অবসরের পরও কিছু চোট ভোগায়। কয়েক দিন পরেই পছন্দের কাজে ফিরে আসব। হাঁটুতে অস্ত্রোপচারের পর আপাতত বিশ্রাম নিচ্ছি।’’ শেন ওয়ার্নের যৌথ উদ্যোগে হওয়া প্রদর্শনী ক্রিকেট সিরিজে পরের বার খেলতে পারবেন কি না সচিন প্রশ্ন উঠছে।