Sachin Tendulkar

আপার কাটের কাহিনি ফাঁস সচিনের

২০০২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে সেই বিশেষ শট প্রথমবারের জন্য প্রয়োগ করেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২০ ০৪:৪৭
Share:

স্মৃতি: সচিনের সেই বিখ্যাত আপার কাট। যা সাড়া ফেলেছিল।

বিশ্বক্রিকেট এখনও মনে রেখেছে তাঁর আপার কাট শট। কিন্তু তিনি, সচিন তেন্ডুলকর জানিয়ে দিলেন, কোনও দিন বিশেষ ওই শট অনুশীলনও করেননি, অথবা কল্পনাও করেননি এমন শট মারবেন।

Advertisement

নিজের ইউটিউব চ্যানেলে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে কিংবদন্তি ক্রিকেটার ফাঁস করলেন আপার কাট শট প্রথম মারার সেই অজানা কাহিনি। জানালেন, ২০০২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে সেই বিশেষ শট প্রথমবারের জন্য প্রয়োগ করেন তিনি। সচিন বলেছেন, “২০০২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ওই ব্যাপারটা ঘটেছিল। ওখানে এমনিতেই বাউন্সটা বেশি থাকে। এই ধরনের বাউন্সার সামলানোর জন্য বলের উপরে এসে খেলতে হয়। কিন্তু আমার মতো উচ্চতার ক্রিকেটারদের ক্ষেত্রে সেই বাউন্সার যদি উপরের দিকে উঠে যায়, তখন পিছিয়ে না এসে পাল্টা আক্রমণে যাওয়া যেতেই পারে। সেই ভাবনা থেকেই মাখায়া এনতিনিকে আপার কাট শট মেরেছিলাম আমি।” যে শট পরে জনপ্রিয় হয় ক্রিকেট বিশ্বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন