সচিন তেন্ডুলকর। ছবি: পিটিআই।
শেষ পর্যন্ত জানা গেল কবে সিলভার স্ক্রিনে দেখা যাবে সচিন তেন্ডুলকরকে। সচিন নিজেই টুইট করে জানালেন সেই খবর। আগামি ২৬ মে হলে আসতে চলেছে সচিনের জীবনের উপর এই ছবি। অনেকদিন ধরেই জল্পনা চলছিল এই ছবির রিলিজের দিন নিয়ে। শেষ পর্যন্ত খোলসা করলেন সচিন নিজেই। ‘সচিন: আ বিলিয়ন ড্রিম’ ছবির জন্য অধির আগ্রহে বসে ক্রিকেটপ্রেমীরা। ধোনি রিলিজের পর ঝাপিয়ে পড়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। আর সেটা যখন তখন যে সেই চাহিদা আকাশ ছোঁবে সেটাই স্বাভাবিক।
আরও খবর: ১৯ টেস্টে অপরাজিত, ২০টির রেকর্ডের সামনে বিরাটরা