উরি শহিদদের পাশে সচিনরা

উরিতে ভারতীয় সেনাদের উপর জঙ্গিহামলায় শোকস্তব্ধ গোটা দেশ। তার প্রভাব ভারতীয় ক্রিকেটমহলেও। শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রাক্তন ও বর্তমান ক্রিকেট তারকারা। সচিন তেন্ডুলকর নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘‘আমাদের রক্ষা করতে গিয়ে প্রাণ হারানো শহিদদের পরিবারকে সমবেদনা জানাই।’’

Advertisement
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০৪
Share:

উরিতে ভারতীয় সেনাদের উপর জঙ্গিহামলায় শোকস্তব্ধ গোটা দেশ। তার প্রভাব ভারতীয় ক্রিকেটমহলেও। শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রাক্তন ও বর্তমান ক্রিকেট তারকারা। সচিন তেন্ডুলকর নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘‘আমাদের রক্ষা করতে গিয়ে প্রাণ হারানো শহিদদের পরিবারকে সমবেদনা জানাই।’’

Advertisement

বিএসএফের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর এবং ভারত অধিনায়ক বিরাট কোহালিও তাঁর আবেগ প্রকাশ করেছেন টুইটারের মাধ্যমে। উরিতে সেনা শিবিরে জঙ্গিদের হামলার ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, ‘‘ছবিটা আমায় কতটা যন্ত্রণা দিচ্ছে বলে বোঝাতে পারব না। ব্রেভহার্টদের জন্য, জয় হিন্দ।’’ প্রাক্তন ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগের টুইট, ‘‘১৭টি জীবন। ওদের সবার পরিবার আছে, ছেলে আছে, মেয়ে আছে। ওরা সবাই মাতৃভূমির সেবায় নিযুক্ত ছিল। দৃশ্যটা দেখা কষ্টকর।’’

এ দিন আবার শহিদদের নিয়ে টুইট করতে গিয়ে ‘বায়োপিক বিতর্ক’ -কে উস্কে দিয়েছেন গৌতম গম্ভীর। গত কাল ‘বায়োপিক’ নিয়ে গম্ভীরের টুইটের নিশানায় যে মহেন্দ্র সিংহ ধোনি ছিলেন, সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল। এ বার উরির ঘটনার প্রসঙ্গে টুইটারে গম্ভীর লিখেছেন, ‘‘কোনও ক্রিকেটার নন, এই সতেরো জন শহিদের জীবন নিয়েই বায়োপিক হওয়া উচিত। এক জন তরুণ দেশের জন্যে প্রাণ দিচ্ছেন, এর থেকে বেশি অনুপ্রেরণার আর কিছু হতে পারে না।’’ গম্ভীরের এই টুইটের পরে সোশ্যাল মিডিয়ায় আবার প্রশ্ন উঠেছে, সব কিছুর মধ্যে তিনি কেন এই ‘বায়োপিক’ প্রসঙ্গ টেনে আনছেন?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন