মোদীতে নেই সাইনা

পিবিএলে প্রায় খেলেননি বললেই চলে। এ বার দেশের আর এক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সৈয়দ মোদী গ্রাঁ প্রি গোল্ড থেকে চোটের জন্য নামই তুলে নিলেন বিশ্বের দু’নম্বর ভারতীয় তারকা সাইনা নেহওয়াল।

Advertisement
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৬ ০২:২০
Share:

পিবিএলে প্রায় খেলেননি বললেই চলে। এ বার দেশের আর এক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সৈয়দ মোদী গ্রাঁ প্রি গোল্ড থেকে চোটের জন্য নামই তুলে নিলেন বিশ্বের দু’নম্বর ভারতীয় তারকা সাইনা নেহওয়াল। মোদী সরকারের থেকে পদ্মভূষণে সম্মানিত হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে অলিম্পিক পদকজয়ী সাইনা জানিয়ে দিলেন, পায়ের চোট থেকে তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। ফলে প্রজাতন্ত্র দিবসেই লখনউয়ে শুরু এ দেশের আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে শেষ মুহূর্তে নাম তুলে নিতে বাধ্য হলেন গত বারের চ্যাম্পিয়ন সাইনা। এ দিকে এই টুর্নামেন্টে মেয়েদের সিঙ্গলসের কোয়ালিফাইং রাউন্ড থেকে একমাত্র ভারতীয় হিসেবে মূল পর্বে উঠলেন রিয়া মুখোপাধ্যায়। রিয়ার বাবা বাংলার প্রাক্তন রাজ্য চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন প্লেয়ার ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement