Saina Nehwal

চোট পেয়ে খেলা ছাড়লেন মারিন, ইন্দোনেশিয়ান ওপেনে চ্যাম্পিয়ন সাইনা

গত দুই বছরে এটাই সাইনার প্রথম বিডব্লিউএফ খেতাব। ২০১৭ সালে মালয়েশিয়ায় শেষবার বিডব্লিউএফ খেতাব জেতেন তিনি। গত বছরে অনেকটা সময়ই চোটে ভুগতে হয়েছিল তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১৭:০১
Share:

চ্যাম্পিয়ন হওয়ার পর সাইনা। ছবি: এপি।

উদ্বোধনী গেমে তখন ৪-১০ পিছিয়ে সাইনা নেহওয়াল। এমন সময়ই পায়ের চোটে খেলা ছাড়লেন তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের ক্যারোলিনা মারিন। ফলে, ইন্দোনেশিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন সাইনা নেহওয়াল।

Advertisement

গত দুই বছরে এটাই সাইনার প্রথম বিডব্লিউএফ খেতাব। ২০১৭ সালে মালয়েশিয়ায় শেষবার বিডব্লিউএফ খেতাব জেতেন তিনি। গত বছরে অনেকটা সময়ই চোটে ভুগতে হয়েছিল তাঁকে। ডিসেম্বরে বিয়েও করেছেন তিনি।

খেতাব জিতে সাইনা নেহওয়াল বলেছেন, “আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বছর। তবে ফাইনালে যা হল তাতে ভাল লাগছে না। মারিন দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী। ও শুরুটা দারুণ করেছিল। তারপর যা হল তা দুর্ভাগ্য। আমি নিজেও চোট সারিয়ে উঠলাম সবে। আমি কেমন করছি, সেটা দেখে নেওয়ার জন্যই এই ইভেন্টগুলোয় খেলছি। মালয়েশিয়ায় সেমিফাইনালে উঠেছিলাম, এখানে ফাইনালে। ছন্দে ফেরার দিকে এখন তাকিয়ে রয়েছি।”

Advertisement

আরও পড়ুন: ফেহলুকায়োকে ‘কালো’ বলে চার ম্যাচ নির্বাসিত সরফরাজ

আরও পড়ুন: আট নম্বরে নেমে ডাবল সেঞ্চুরি, জেসন হোল্ডার স্পর্শ করলেন ব্র্যাডম্যানকে

(খেলার দুনিয়া নিয়ে বাংলায় খবর পড়তে চোখ রাখুন আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement