বিরাটের আগ্রাসন চান সাইনা

তাঁর জীবনের দ্বিতীয় অস্ট্রেলিয়া সুপার সিরিজ জয়ের পরে অভিনন্দনের বন্যায় ভেসে গিয়েছেন সাইনা নেহওয়াল। হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকার টুইটার প্রোফাইলে তাঁকে অভিনন্দন জানিয়েছেন শিখর ধবন থেকে বীরেন্দ্র সহবাগ, মহেশ ভূপতি থেকে যোগেশ্বর দত্ত, অর্জুন রামপাল থেকে ফারহা খান, বেঙ্কি মাইসোর থেকে রাহুল বসু।

Advertisement
শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৯:২৫
Share:

তাঁর জীবনের দ্বিতীয় অস্ট্রেলিয়া সুপার সিরিজ জয়ের পরে অভিনন্দনের বন্যায় ভেসে গিয়েছেন সাইনা নেহওয়াল। হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকার টুইটার প্রোফাইলে তাঁকে অভিনন্দন জানিয়েছেন শিখর ধবন থেকে বীরেন্দ্র সহবাগ, মহেশ ভূপতি থেকে যোগেশ্বর দত্ত, অর্জুন রামপাল থেকে ফারহা খান, বেঙ্কি মাইসোর থেকে রাহুল বসু। সবাইকেই ধন্যবাদ জানিয়েছেন সাইনা। তবে একজনকে বাড়তি কয়েক লাইন লিখেছেন। তিনি বিরাট কোহালি। সাইনার জয়ের পরে বিরাট টুইট করেছিলেন, ‘তোমার জন্য খুব আনন্দ হচ্ছে। এগিয়ে যাও, আরও উপরে ওঠো। ভারতীয় হিসেবে গর্ব হচ্ছে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement