Sports news

সুস্থ হয়েই চমক সাইনার, ছিনিয়ে নিলেন মালয়েশিয়া মাস্টারস‌্ গ্রাঁ প্রি গোল্ড চ্যাম্পিয়নের খেতাব

চোট থেকে সুস্থ হয়েই ২০১৭ সালের প্রথম খেতাবটা ছিনিয়ে নিলেন সাইনা নেহওয়াল। রবিবার তাইল্যান্ডকে হারিয়ে মালয়েশিয়া মাস্টারস‌্গ্রাঁ প্রি গোল্ড চ্যাম্পিয়ন হলেন সাইনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ১৭:৩৫
Share:

জয়ের পর কোর্টেই উচ্ছ্বাস সাইনার। ছবি: এপি।

চোট থেকে সুস্থ হয়েই ২০১৭ সালের প্রথম খেতাবটা ছিনিয়ে নিলেন সাইনা নেহওয়াল। রবিবার তাইল্যান্ডকে হারিয়ে মালয়েশিয়া মাস্টারস‌্গ্রাঁ প্রি গোল্ড চ্যাম্পিয়ন হলেন সাইনা।

Advertisement

এই লড়াইয়ে সাইনার প্রতিপক্ষ ছিলেন তাইল্যান্ডের পর্নপাবি চোচুউং। তাঁর পক্ষে ম্যাচের ফল ২২-২০, ২২-২০। প্রতিপক্ষের সঙ্গে ৪৬ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেয়েছেন সাইনা।

গত বছরে তিনি শেষবারের মতো অস্ট্রেলিয়া ওপেনে খেলেছিলেন। পায়ে চোট পাওয়ায় তার পর আর খেতলে পারেননি সাইনা। হাঁটুতে অস্ত্রোপচারও করতে হয়। কিন্তু তার পরও বেশ কিছু দিন কোর্টে খেলতে নামলেও তিনি ছন্দে ফিরতে পারছিলেন না। এই জয় তাঁর আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছে ক্রীড়ামহলের একাংশ। ২৬ বছর বয়সি সাইনা এই নিয়ে ২৩টি খেতাব জিতলেন।

Advertisement

আরও পড়ুন: কোহালি ভারতীয় ক্রিকেটের কিশোরকুমার: সহবাগ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement