সমালোচনার উত্তরে নীরব সাইরাজ

সমালোচনার উত্তর দেওয়ার জন্য নয়। বাংলায় তিনি এসেছেন কোচিং করাতে। সিএবি বৈঠকে যোগ দিতে এসে এ দিন পরিষ্কার বলে দিলেন বাংলার কোচ সাইরাজ বাহুতুলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ০২:৫৮
Share:

সমালোচনার উত্তর দেওয়ার জন্য নয়। বাংলায় তিনি এসেছেন কোচিং করাতে। সিএবি বৈঠকে যোগ দিতে এসে এ দিন পরিষ্কার বলে দিলেন বাংলার কোচ সাইরাজ বাহুতুলে।

Advertisement

সোমবার বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি, কোচ সাইরাজ বাহুতুলেকে নিয়ে বৈঠকে বসেছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শোনা গেল, চলতি রঞ্জি মরসুমে কেন এই ব্যর্থতা তা নিয়ে যেমন প্রশ্ন তোলা হয়েছে, ঠিক তেমনই বাকি মরসুমে বাংলা টিমকে ঘিরে বেশ কিছু বদলের কথাবার্তাও হয়েছে। টিম ম্যানেজমেন্টেকেই নাকি বলা হয়েছে, উন্নতির ব্লু প্রিন্ট পেশ করতে। বাংলা কোচ অবশ্য পরে বললেন, খারাপ কপালের জন্যই এমন হল। ‘‘কপাল খারাপ আমাদের। গুজরাত ম্যাচটা খেলা হলে ব্যাপারটা অন্য রকম হয়ে যেত।’’ সাইরাজকে জিজ্ঞেস করা হয়, রঞ্জি ট্রফি শেষের পর টিমের পারফরম্যান্স নিয়ে নানা মহলের তীব্র সমালোচনা নিয়ে। যে সমালোচনা তাঁকে নিয়েও হয়েছে। যার উত্তরে সাইরাজ বলেন, ‘‘আমি এখানে কোচিং করাতে এসেছি। সেটা আমার কাজ। সমালোচনার উত্তর দিতে আসিনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন