Sania Mirza and Ivan Dodig

ইউএস ওপেনের ডবলস থেকে ছিটকে গেলেন সানিয়ারা

মিক্স ডবলসের শীর্ষ বাছাই-ই ছিটকে গেল ইউএস ওপেন থেকে। সানিয়া মির্জা ও ইভান ডডিগ জুটির বিদায় হয়ে গেল দ্বিতীয় রাউন্ড থেকেই। স্ট্রেট সেটে হারতে হল বারবোরা ক্রেজিকোভা ও মারিন ড্রাগানজার কাছে। ম্যাচের ফল ৬-৩, ৬-৪।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩৭
Share:

সানিয়া মির্জা ও ইভান ডোডিক। ছবি: এপি।

মিক্স ডবলসের শীর্ষ বাছাই-ই ছিটকে গেল ইউএস ওপেন থেকে। সানিয়া মির্জা ও ইভান ডডিগ জুটির বিদায় হয়ে গেল দ্বিতীয় রাউন্ড থেকেই। স্ট্রেট সেটে হারতে হল বারবোরা ক্রেজিকোভা ও মারিন ড্রাগানজার কাছে। ম্যাচের ফল ৬-৩, ৬-৪।

Advertisement

রবিবার খেলতে নেমেছিল এই জুটি। কিন্তু ইউএস ওপেনে ছন্দ পতন ঘটল শীর্ষ বাছাই জুটির হারে। হারতে হল অবাছাই জুটির কাছে। এক ঘণ্টা পাঁচ মিনিটের লড়াইয়ে দাঁড়াতেই পারেননি সানিয়ারা। ইন্দো-ক্রোয়েশিয়া জুটি শুরুই করেছিল খুব খারাপ ভাবে। যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তাঁরা।

প্রথম সেটের শুরুতেই ০-৪ এ পিছিয়ে পড়েন সানিয়ারা। কিন্তু সাময়িক ঘুরে দাঁড়িয়ে ৩-৬ এ শেষ হয় প্রথম সেট।দ্বিতীয় সেটে অনেকটাই ভাল শুরু করলেও শেষরক্ষা হয়নি। ৪-৬ এ হারের মুখ দেখতে হয়। যার ফল মিক্স ডবলসকে থেকে বিদায় হয়ে গেল শীর্ষ বাছাই জুটির।

Advertisement

আরও খবর

উনিশ বছর পরে ‘নায়াগ্রার’ ধারে সমাপতন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement