উইম্বলডন থেকে ছিটকে গেলেন সানিয়া-হিঙ্গিস

কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যেতে হল সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটিকে। উইম্বলডনে বিশ্বের এক নম্বর জুটিকে হারিয়ে দিল পঞ্চম বাছাই হাঙ্গেরির টিমে বাবোস ও কাজাখস্তানের ইয়ারোস্লাভা শেভেদোভা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৬ ২০:৪৫
Share:

কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যেতে হল সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটিকে। উইম্বলডনে বিশ্বের এক নম্বর জুটিকে হারিয়ে দিল পঞ্চম বাছাই হাঙ্গেরির টিমে বাবোস ও কাজাখস্তানের ইয়ারোস্লাভা শেভেদোভা। ৬৮ মিনিটের ম্যাচে ইন্দো-সুইস জুটিকে ৬-২, ৬-৪ সেটে উড়িয়ে দিল পিছিয়ে থাকা প্রতিপক্ষ। আগেই সানিয়া মির্জা ছিটকে গিয়েছিলেন মিক্স ডাবলস থেকে। ক্রোয়েশিয়ান মিক্স ডাবলস পার্টনার ইভান ডডিগকে সঙ্গে নিয়ে নেমে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যেতে হয়েছিল সানিয়াকে। আর আজ ডাবলসে হারের সঙ্গেই উইম্বলডনও শেষ হয়ে গেল সানিয়া মির্জার।

Advertisement

শুরু থেকেই লড়াইয়ে ছিল না বিশ্বের এক নম্বর জুটি। যার ফল প্রথম সেটে মাত্র দু’বারই গেম ব্রেক করতে পেরেছিল। ৬-২ এ প্রথম সেটে পিছিয়ে পরে দ্বিতীয় সেটে আর ঘুরে দাঁড়াতে পারেননি সানিয়ারা। সহজেই জিতে নেয় হাঙ্গেরি-কাজাখস্তান জুটি। দ্বিতীয় সেটে একটু লড়াইয়ের সুযোগ হলেও সেটা সমস্যায় ফেলতে পারেনি সানিয়াদের প্রতিপক্ষকে।

আরও খবর

Advertisement

‘ভয় করছে, যে কোনও দিন আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement