Sania Mirza

ছেলে কোলে প্রথম জন্মদিন, সানিয়ার ছবি পোস্ট করলেন শোয়েব

চুর বেলুনের সঙ্গে ছবিও দিয়েছেন সানিয়া। যার একটাতে লেখা রয়েছে, 'মম, ইউ আর দ্য বেস্ট।'

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ১৯:২৪
Share:

জন্মদিনে শোয়েব মালিক ও বোনের সঙ্গে সানিয়া মির্জা। ছবি শোয়েবের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে।

এ বারের জন্মদিন ছিল একেবারেই অন্যরকম। কিছুদিন আগেই ছেলে ইজহানের জন্ম দিয়েছেন। আর তাই বৃহস্পতিবার ৩২তম জন্মদিন ছেলে কোলে কাটালেন সানিয়া মির্জা। সেই ছবিই পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

ছবি পোস্ট করে টেনিস তারকা সানিয়া লিখেছেন, "সবাইকে ধন্যবাদ আমার জন্মদিনকে স্পেশ্যাল করে তোলার জন্য। প্রিয়জনদের সঙ্গে দারুণ দিন কাটালাম। আপনাদের শুভেচ্ছা আমার এই দিনটাকে আরও মধুর করে তুলল।" প্রচুর বেলুনের সঙ্গে এক ছবিও দিয়েছেন সানিয়া। যার একটাতে লেখা রয়েছে, 'মম, ইউ আর দ্য বেস্ট।'

শোয়েব মালিকও ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে মাঝখানে বসা সানিয়াকে তিনি ও সানিয়ার বোন চুম্বন করছেন। শোয়েব সেই পোস্টে লিখেছেন, "হ্যাপি বার্থডে জান।" আর একটা পোস্টে ছেলে কোলে সানিয়ার ছবি দিয়েছেন শোয়েব। জানিয়েছেন, সানিয়ার জন্মদিনের দিন তাঁদের ছেলের বয়স হল ১৬ দিন।

Advertisement

আরও পড়ুন: ‘বিস্কুট’-এর পর ‘ওয়ে হোয়ে’! ট্রফি নিয়ে ট্রোলড পিসিবি​

আরও পড়ুন: কেউ ব্যস্ত ক্যামেরায়, কেউ ভিডিয়ো গেমে, হালকা মেজাজে অস্ট্রেলিয়া রওনা কোহালিদের​

(ক্রিকেটের খবর, ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement