ফেডারেশনকে চিঠি দেয়ে ভিনাসদের ডোপিংয়ের বিষয়ে খোঁজ নিতে বললেন সানিয়া

সানিয়া মির্জা কি ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়লেন? সেরিনা আর ভিনাস উইলিয়ামস বোনেদের বিরুদ্ধে এক রুশ হ্যাকার গ্রুপ দিন দু’য়েক আগে যে চাঞ্চল্যকর ডোপিং অভিযোগ তুলেছিল, তার জেরে সানিয়া এআইটিএ-কে চিঠি দিয়ে ব্যাপারটার সবিস্তার খোঁজখবর নেওয়ার জন্য আবেদন করেন এ দিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১৭
Share:

ফাইল চিত্র।

সানিয়া মির্জা কি ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়লেন?

Advertisement

সেরিনা আর ভিনাস উইলিয়ামস বোনেদের বিরুদ্ধে এক রুশ হ্যাকার গ্রুপ দিন দু’য়েক আগে যে চাঞ্চল্যকর ডোপিং অভিযোগ তুলেছিল, তার জেরে সানিয়া এআইটিএ-কে চিঠি দিয়ে ব্যাপারটার সবিস্তার খোঁজখবর নেওয়ার জন্য আবেদন করেন এ দিন।

সানিয়ার বক্তব্য হল, ভিনাস এবং রাজীব রাম জুটির কাছে তিনি ও রোহন বোপান্না রিও অলিম্পিক্স সেমিফাইনাল হেরেছিলেন। এখন এআইটিএ যদি আইটিএফের কাছে আবেদন করে যে, ভিনাসের বিরুদ্ধে ডোপিং অভিযোগের ভিত্তিতে ওই ম্যাচে সানিয়াদের জয়ী ঘোষণা করা হোক, তা হলে ভারতীয় জুটির নিয়ম মতো ফাইনাল ওঠার কথা। এবং সে ক্ষেত্রে ভারতের একটি অলিম্পিক্স পদক নিশ্চিত।

Advertisement

কিন্তু সানিয়ার অভিনব চিঠির পরিপ্রেক্ষিতে এ দিন গভীর রাতে এআইটিএ মহাসচিব হিরণ্ময় চট্টোপাধ্যায় এখানে সাফ বলে দিলেন, ‘‘আমরা ফাঁকা আকাশে বন্দুক ছুড়তে পারি না। অভিযোগ এখনও প্রমাণিত নয়। বরং আইটিএ যেখানে সেরিনা-ভিনাসের পাশেই এ ব্যাপারে দাঁড়িয়েছে, সেখানে এআইটিএ এ রকম কিছুর জন্য আবেদন করলে শেষমেশ আমাদের নিজেদের মুখই পুড়তে পারে।’’ সোজা কথায়, সানিয়ার চিঠিকে গুরুত্ব দিতে নারাজ ফেডারেশন। এখন দেখার, একরোখা হিসেবে পরিচিত সানিয়ার পরের পদক্ষেপ কী হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement