শোয়েবের ম্যাচ আজ দেখবেন সানিয়া

শোয়েবের ২৫০ তম ম্যাচ সম্পর্কে রীতিমতো উচ্ছ্বসিত সানিয়া। রবিবার পাক মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘শ্রীলঙ্কার বিরুদ্ধে সোমবার ক্রিকেট জীবনের আড়াইশোতম ম্যাচ খেলবে শোয়েব। যা পাকিস্তান ও ক্রিকেটের প্রতি ওর ভালবাসা এবং দায়বদ্ধতার পরিচয়।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুন ২০১৭ ০৪:১৯
Share:

শ্রীলঙ্কা ম্যাচের জন্য তৈরি হচ্ছেন শোয়েব। ফাইল চিত্র

পনেরো বছর পর উপমহাদেশের বাইরে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। সোমবার কার্ডিফে যাদের হারালেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ চারের টিকিট চলে আসবে পাকিস্তানের হাতে। আর এ রকম গুরুত্বপূর্ণ ম্যাচেই ক্রিকেট জীবনের ২৫০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি খেলতে নামবেন শোয়েব মালিক। যা দেখতে মাঠে আসার কথা তাঁর টেনিস তারকা স্ত্রী সানিয়া মির্জার।

Advertisement

শোয়েবের ২৫০ তম ম্যাচ সম্পর্কে রীতিমতো উচ্ছ্বসিত সানিয়া। রবিবার পাক মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘শ্রীলঙ্কার বিরুদ্ধে সোমবার ক্রিকেট জীবনের আড়াইশোতম ম্যাচ খেলবে শোয়েব। যা পাকিস্তান ও ক্রিকেটের প্রতি ওর ভালবাসা এবং দায়বদ্ধতার পরিচয়। এটা শুধু ওর মা, বা ভাই-বোন বা আমার জন্যই গর্বের মুহূর্ত নয়। এটা সকলের কাছেই গর্বের।’’ এ দিন নিজের স্বামী সম্পর্কে বলতে গিয়ে সানিয়া আরও বলেন, ‘‘খেলার জন্য সব সময় শোয়েবের পাশে থাকতে পারি না। কিন্তু ফোনে সব সময় যোগাযোগ থাকে। এর আগে অস্ট্রেলিয়ায় যখন খেলতে গিয়েছিলাম তখন পাকিস্তান সেখানে খেলছিল। ফলে শোয়েবের পাশে থাকতে পেরেছিলাম।’’

আরও পড়ুন: চ্যাম্পিয়নের মতো লাগছে বিরাটদের

Advertisement

এই মুহূর্তে ইংল্যান্ডেই রয়েছেন সানিয়া। আগামী সপ্তাহ থেকেই বার্মিংহামের টুর্নামেন্টে খেলতে নামবেন তিনি। সে প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, ‘‘এখানে আসার পর পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে গিয়েছিলাম। সোমবার শ্রীলঙ্কা ম্যাচও দেখতে যাব। তবে শুধু পাকিস্তান ম্যাচই নয়। ভারতের কিছু ম্যাচও দেখেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন