জিতে শেষ করতে চান সঞ্জয়

এএফসি কাপের গ্রুপ ‘ই’-র ম্যাচে শুক্রবার মোহনবাগানের প্রতিপক্ষ ঢাকার আবাহনী লিমিটেড। বাংলাদেশের দলটির বিরুদ্ধে কলকাতায় পিছিয়ে গিয়েও জিতেছিল মোহনবাগান। পাঁচ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ছয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০১৭ ১৩:০০
Share:

—ফাইল চিত্র।

গোটা মরসুম জুড়ে ক্লাব তাঁবুতে কোনও ট্রফি আসেনি। এই পরিস্থিতিতে মরসুমের শেষ ম্যাচ খেলতে আজ, বুধবার মাঠে নামছে মোহনবাগান। তা-ও আবার আন্তর্জাতিক ম্যাচে।

Advertisement

এএফসি কাপের গ্রুপ ‘ই’-র ম্যাচে শুক্রবার মোহনবাগানের প্রতিপক্ষ ঢাকার আবাহনী লিমিটেড। বাংলাদেশের দলটির বিরুদ্ধে কলকাতায় পিছিয়ে গিয়েও জিতেছিল মোহনবাগান। পাঁচ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ছয়। আবাহনীর পয়েন্ট পাঁচ। দু’জনেরই পরের রাউন্ডে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। নিয়মরক্ষার এই ম্যাচ খেলতে দুই বিদেশি ড্যারেল ডাফি ও কাতসুমি ইউসা-কে নিয়েই ঢাকা গিয়েছেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। দলের সঙ্গে ঢাকায় যেতে না পারার জন্য মন খারাপ সনি নর্দের। যদিও তা নিয়ে কোনও সমস্যা নেই মোহনবাগান কোচের। তাঁর কথায়, ‘‘কে নেই তা নিয়ে ভাবতে চাই না। বেঙ্গালুরু ম্যাচেও তো সনি, ডাফি-দের বাদ দিয়েই খেলতে নেমেই জিতেছিলাম। এখানে ডাফি-রা রয়েছে। মরসুমের শেষ ম্যাচটা জিতেই শেষ করতে চাই আমরা। ছেলেরাও ম্যাচটা জিতে মরসুম শেষ করতে মরিয়া।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement