ডোপ কেলেঙ্কারিতে মুম্বই ফুটবলার

পাহাড়েও কাল দৌড়তে চান সঞ্জয়

সমতল থেকে আই লিগ শীর্ষের ব্যাটন নিয়ে পাহাড়ে গিয়ে সঞ্জয় সেনের প্রথম লক্ষ্য আরও শক্তিশালী হওয়া। তবে শিলংয়ের মাঠে রয়্যাল ওয়াহিংডোর ফুটবলারদের ফিটনেস, সারাক্ষণ দৌড়ের পাশাপাশি নিজের অন্যতম ভরসা পিয়ের বোয়ার পেশির চোটও চিন্তায় রাখছে বাগান কোচকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৫ ০৩:১৫
Share:

সমতল থেকে আই লিগ শীর্ষের ব্যাটন নিয়ে পাহাড়ে গিয়ে সঞ্জয় সেনের প্রথম লক্ষ্য আরও শক্তিশালী হওয়া। তবে শিলংয়ের মাঠে রয়্যাল ওয়াহিংডোর ফুটবলারদের ফিটনেস, সারাক্ষণ দৌড়ের পাশাপাশি নিজের অন্যতম ভরসা পিয়ের বোয়ার পেশির চোটও চিন্তায় রাখছে বাগান কোচকে।

Advertisement

যদিও সবুজ-মেরুনেরই প্রাক্তন কোচ সন্তোষ কাশ্যপের টিমকে টপকাতে শনিবার সঞ্জয়ের অস্ত্র হবে আক্রমণাত্মক ফুটবলই। ছেলেদের সেই রকমই নির্দেশ দিয়েছেন তিনি। এ দিন সেখানে অনুশীলনের পর ফোনে তিনি বলেও দিলেন, ‘‘ওদের দৌড় থামানোর পাল্টা হিসেবে আমাদের আক্রমণের রাস্তাতেই হাঁটতে হবে। ওয়াহিংডোর থেকে তিন পয়েন্ট পেলে আমাদের দু’দলের মধ্যে পয়েন্টের পার্থক্য আরও বাড়বে।’’

টিম সূত্রের অবশ্য খবর, টিমকে আক্রমণাত্মক খেলার নির্দেশ দিলেও বিপক্ষের ফরোয়ার্ড লাইনের শক্তি সম্পর্কেও নিজের ডিফেন্ডারদের সচেতন করে দিয়েছেন সঞ্জয়। শিলংয়ের দলে ডেঞ্জিল থিওবোল্টের সঙ্গে ফরোয়ার্ডে রয়েছেন বিকে বেওয়ার। কাতসুমির পাল্টা হিসেবে মাঝমাঠে থাকবেন জাপানি কিম। বোল্ট-বিকে-কিম, ত্রিমূর্তিই প্রতিপক্ষকে পাহাড়ে হোম ম্যাচে বারবার বেকায়দায় ফেলছেন এ বার।

Advertisement

এ দিন বিকেলে দু’ঘন্টার বেশি প্র্যাকটিস করেন সনি-কাতসুমিরা। বোয়া মূল টিমের সঙ্গে প্র্যাকটিস না করে আলাদা করেন। ভারত এফসি ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন তিনি। শুক্রবার প্র্যাকটিসের পর তাঁকে নিয়ে সিদ্ধান্ত নেবেন সঞ্জয়।

মোহন কোচ যখন বোয়াকে নিয়ে চিন্তায়, তখন ইস্টবেঙ্গল কোচ এলকো সতৌরিকে চিন্তায় রেখেছে গোলকিপার অভিজিৎ মণ্ডলের চোট। তাঁর পেশির চোট এখনও পুরো সারেনি। তাঁকে শনিবার পুলিশের ফতোয়ায় ফাঁকা যুবভারতীতে মুম্বই এফসি ম্যাচে পাওয়া যাবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তা সত্ত্বেও এলকো এই মুহূর্তে লিগের শেষ সারিতে থাকা মুম্বই এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে মরিয়া।

ইস্টবেঙ্গল ম্যাচের আগে আরও বিপন্ন খালিদ জামিলের মুম্বই। ডোপ পরীক্ষায় পাশ করতে না পারায় তাদের মিডফিল্ডার ডেন পেরিরাকে এ দিন নির্বাসিত করল ফেডারেশন। আই লিগের সিইও সুনন্দ ধর দিল্লি থেকে ফোনে বললেন, ‘‘ডোপ পরীক্ষায় ও পাশ করতে পারেনি। দু’বছর নির্বাসিত করা হয়েছে।’’ এএফসির নিয়মানুযায়ী, এখন আই লিগে ‘র‌্যানডম’ ডোপ পরীক্ষা চলছে। এ ছাড়়া রেফারির বিরুদ্ধে মন্তব্য করার জন্য বাগান কোচকে এ দিন দশ হাজার টাকা জরিমানা করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন