ডিকারা ব্যস্ত বড় ম্যাচের মহড়ায়

সুভাষ ভৌমিকের উল্টো রাস্তায় হাঁটছেন শঙ্করলাল চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৮ ০৫:৫৭
Share:

সুভাষ ভৌমিকের উল্টো রাস্তায় হাঁটছেন শঙ্করলাল চক্রবর্তী। ডার্বির কথা ভেবে যখন একটি করে হলুদ কার্ড দেখা ফুটবলারদের খেলানোর ঝুঁকি নিচ্ছে না ইস্টবেঙ্গল, তখন মোহনবাগান কোচ নামিয়ে দিচ্ছেন পিন্টু মাহাতো, মেহতাব হোসেনকে। যাঁদের একটি করে কার্ড আছে।

Advertisement

‘‘ডার্বি আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে তো আমাদের এরিয়ানের বিরুদ্ধে ম্যাচ জিতে থাকতে হবে। কার্ড দেখা দু’জন ফুটবলারকেই তাই দলে রাখছি। ওরা যদি ফের কার্ড দেখে ডার্বিতে সমস্যা হবে না। আমার হাতে পরিবর্ত ফুটবলার আছে।’’ কল্যাণীতে মঙ্গলবার দুপুরে অনুশীলনের পর বলে দিয়েছেন সবুজ-মেরুন কোচ। এ দিন সকালেই দিপান্দা ডিকা, শিল্টন পালরা পৌঁছে যান নতুন মাঠে খেলার জন্য। দুপুরে নেমে পড়েন অনুশীলনে। কলকাতা প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে পাঁচ গোলে জিতেছিল মোহনবাগান। ক্লাব সূত্রের খবর, সেই দলে কোনও পরিবর্তন করা হচ্ছে না আজ। রবিবারের ডার্বির কথা ভেবে প্রথম একাদশে পরিবর্তন করতে চাইছেন না শঙ্করলাল। বলেও দিলেন, ‘‘লিগের শুরুতে পরীক্ষা-নিরিক্ষা যা করার করেছি। এখন আর সে সুযোগ নেই।’’

মোহনবাগানের সুবিধা তাদের দুই বিদেশি স্ট্রাইকারই গোলের মধ্যে রয়েছেন। দিপান্দা ডিকা ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইতে এগিয়ে। হেনরি কিসেক্কাও গোল পাচ্ছেন। ফলে ডিকা-হেনরি জুটিকে ঘিরেই লিগ জয়ের স্বপ্ন দেখছে মোহনবাগান। গত মরসুমে অল্পের জন্য কলকাতা লিগ হাতছাড়া হয়েছিল শিল্টনদের। সফল হতে পারেননি শঙ্করলালও। কোচিং জীবনে পূর্ণ দায়িত্ব পাওয়ার পর নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগ ফের পাচ্ছেন তিনি। সে জন্যই প্রচন্ড সতর্ক সবুজ-মেরুন কোচ। বলছিলেন, ‘‘আট বছর মোহনবাগান কলকাতা লিগ জেতেনি। টুনার্মেন্ট শুরুর আগেই আমরা তাই শপথ নিয়েছিলাম এ বার খেতাব পেতেই হবে। পিয়ারলেস ম্যাচে দু’পয়েন্ট নষ্ট করার পর সবাই ঠিক করেছিলাম ডার্বির আগে কোনও পয়েন্ট নষ্ট করব না। সব ম্যাচ জিততে হবে। এরিয়ান ম্যাচেও সেটাই লক্ষ্য।’’

Advertisement

মহমেডানের বিরুদ্ধে জিতেছিল রাজদীপ নন্দীর এরিয়ান। ইস্টবেঙ্গলের কাছে অবশ্য পর্যুদস্ত হয়েছিল তারা। মোহনবাগান কোচ অবশ্য তা সত্ত্বেও সতর্ক। বলছিলেন, ‘‘ইস্টবেঙ্গলের কাছে গোল খাওয়ার আগে পর্যন্ত এরিয়ান খুব ভাল খেলছিল। ওদের বিদেশিরা খুব ছটফটে। ভাল খেলছে। সেটা মাথায় রাখছি।’’

ডার্বিতে তাঁর প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের টেকনিক্যাল ডিরেক্টর সুভাষ ভৌমিক এ দিনই শঙ্করলালের কোচিংয়ের প্রশংসা করেছেন। যা শুনে হেসেছেন বরানগরের ছেলে। বলে দিয়েছেন, ‘‘ডার্বি নিয়ে যা বলার এরিয়ান ম্যাচের পর বলব।’’

স্পনসর পেল বরানগর: ফেডারেশনের কাছ থেকে বয়সভিত্তিক আই লিগের তিনটি বিভাগে খেলার অনুমোদন পেয়েছে বরানগর স্পোর্টিং ক্লাব। তাদের স্পনসর করতে এগিয়ে এল একটি শিক্ষা প্রতিষ্ঠান।

বুধবার কলকাতা প্রিমিয়ার লিগ- মোহনবাগান: এরিয়ান (কল্যাণী ২-৩০)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন