সেরাদের সেরা হয়ে বছরের শেষে শীর্ষে সান্টিনাই

ডব্লুটিএ ফাইনালেও অঘটন ঘটল না। গত আট মাসের একের পর এর টেনিস টুর্নামেন্টের ফাইনালের রিপিট টেলিকাস্ট হল রবিবারও। সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি যে এই ম্যাচটাও জিতবেন সেটাও প্রেডিক্টেবলই ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৫ ১৭:৪৯
Share:

ডব্লুটিএ ফাইনালেও অঘটন ঘটল না। গত আট মাসের একের পর এর টেনিস টুর্নামেন্টের ফাইনালের রিপিট টেলিকাস্ট হল রবিবারও। সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি যে এই ম্যাচটাও জিতবেন সেটাও প্রেডিক্টেবলই ছিল। তাঁরা হারলেই বরং অবাক হত গোটা টেনিস দুনিয়া। অতএব, প্রত্যাশা মতই সিঙ্গাপুর ইন্ডোর স্টেডিয়ামে সান্টিনা জুটির কাছে মাত্র এক ঘণ্টা সাত মিনিটে এক কথায় উড়ে গেলেন স্প্যানিশ জুটি গারবিন মুগুরুজা এবং কার্লা সুয়ারেজ নাভারো। প্রথম বাছাই ইন্দো-সুইস জুটির বিরুদ্ধে অষ্টম বাছাইয়ের ভীষণ এক পেশে ম্যাচের ফলাফল ৬-০, ৬-৩।

Advertisement

মাস আটেক আগে এক সঙ্গে পথ চলা শুরু। তারপরের সময়টা একটা মিষ্টি স্বপ্নের মত। যার প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে শুধু সাফল্য। দশটা টুর্নামেন্টের নয়টাতেই ফাইনালে। সাফল্যের পরিসংখ্যান ৯-১। শেষবার হেরে ছিলেন সিনসিনাটি ওপেনের সেমিফাইনালে। তারপর টানা ২২টি ম্যাচে অপ্রতিরোধ্য এই জুটি। বছরের শেষ টুর্নামেন্টের টাইটেলটাও পকেটে পুরে মেয়েদের ডাবলসে ডব্লুটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে মোটামুটি ঘাঁটি গেড়ে বসে গেছেন দুজনে।

সান্টিনা জুটি আপাতত মেয়েদের টেনিসে সর্বকালের অন্যতম সেরা হওয়ার ইতিহাস তৈরিতে ব্যস্ত। তাঁদের হনিমুন পিরিয়ডের মৌতাতে মগ্ন তামাম ভক্তকুল। এক বছরে মুকুটে ন’টা পালক গুঁজে বছরটার মধুরেণ সমাপয়েতই হল। নতুন বছরে লড়াইটা বোধহয় শুরুই হবে নিজেদের এই বছরের সাফল্যকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement