প্রশাসক না হলে আমিও হয়তো কোচের জন্য আবেদন করতাম

এক বছর আগে ভারতীয় দলের কোচ হিসেবে অনিল কুম্বলেকে বাছার পর শাস্ত্রী ও সৌরভের মধ্যে যে বাগ্‌যুদ্ধ হয়েছিল, তা কারও অজানা নয়। সেই বিতর্কের পর এ বার ফের রবি শাস্ত্রীর আবেদনপত্র সরকারি ভাবে সৌরভদের কমিটির হাতেই পৌঁছবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০১৭ ০৪:০৭
Share:

রবি শাস্ত্রী ভারতীয় কোচের পদে আবেদন করলে কোনও আপত্তি নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাঁর বক্তব্য, যে কেউ আবেদন করতে পারেন এই পদের জন্য। এমনকী সিএবি প্রেসিডেন্ট না হলে তিনিও ভারতীয় কোচ হওয়ার জন্য বোর্ডের কাছে আবেদন করতেন। তবে কোচ বাছাই নিয়ে বোর্ড যে পদ্ধতিতে চলছে, তা মোটেই পছন্দ নয় প্রাক্তন ভারত অধিনায়কের।

Advertisement

এক বছর আগে ভারতীয় দলের কোচ হিসেবে অনিল কুম্বলেকে বাছার পর শাস্ত্রী ও সৌরভের মধ্যে যে বাগ্‌যুদ্ধ হয়েছিল, তা কারও অজানা নয়। সেই বিতর্কের পর এ বার ফের রবি শাস্ত্রীর আবেদনপত্র সরকারি ভাবে সৌরভদের কমিটির হাতেই পৌঁছবে। যে কমিটিতে সৌরভের সঙ্গে আছেন সচিন তেন্ডুলকর এবং ভি ভি এস লক্ষ্মণ। সৌরভ ইডেনের ক্লাব হাউসে দাঁড়িয়ে এ দিন সাংবাদিকদের বলেন, ‘‘শুধু রবি শাস্ত্রী কেন, অনেকেই আবেদন করতে পারে। আমি প্রশাসক না হলে আমিও হয়তো আবেদন করতাম। তবে যে-ই আবেদন করুক, তার আবেদনপত্র নিয়ে বসব আমরা।’’

আরও পড়ুন: ধোনির পর গোয়েন‌্কার টার্গেটে বিরাট

Advertisement

অনিল কুম্বলে ভারতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পর বোর্ড ফের নতুন করে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। যা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অন্যতম আবেদনকারী লালচাঁদ রাজপুত। নতুন বিজ্ঞপ্তি আনুযায়ী কোচের পদে আবেদন করার সময়সীমা ৯ জুলাই। বোর্ডের কোচ বাছাই প্রক্রিয়া পছন্দ হয়নি সৌরভের। বলেন, ‘‘এই ব্যাপারটা বোর্ডের আরও ভাল ভাবে সামলানো উচিত ছিল। বোর্ডের প্রধান মস্তিষ্করা যে ভাবে ব্যাপারটা সামলেছেন, তা মোটেই ঠিক হয়নি।’’

বোর্ডের বিশেষ কমিটিতে তাঁর থাকা নিয়ে সৌরভ বলেন, ‘‘লোঢা কমিটির সুপারিশ প্রয়োগ করা নিয়ে সমস্যাগুলো খুঁজে বার করতে বলা হয়েছে আমাদের। সমস্যা অনেক। কমিটির বৈঠকে বসে সেগুলো খুঁজে বার করব আমরা।’’

এ দিন সিএবি শীর্ষকর্তাদের নিয়ে বৈঠক করে সৌরভ জানান, ১ জুলাই জরুরি সভা ডেকে রাজ্য সংস্থার পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement