চিনের বাধা টপকে ব্যাডমিন্টনে আরও এক মুকুট জয় সৌরভের

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০২:৫৮
Share:

দুরন্ত: ফাইনালে সেরা ছন্দে দেখা গেল সৌরভকে। টুইটার

পিভি সিন্ধুর দেখানো পথ ধরেই এগিয়ে চলেছে ভারতীয় ব্যাডমিন্টনের নতুন প্রজন্ম। যে প্রজন্মের মুখ হিসেবে আগের দিনই বেলজিয়ামে চ্যাম্পিয়ন হয়েছেন লক্ষ্য সেন। রবিবার ভারতীয় ব্যাডমিন্টনকে আরও একটা ট্রফি এনে দিলেন সৌরভ বর্মা। চিনের সুন ফেই জিয়াংকে ২১-১২, ১৭-২১, ২১-১৪ গেমে হারিয়ে ভিয়েতনাম ওপেনে চ্যাম্পিয়ন হয়ে।

Advertisement

এ বছরে এর আগে হায়দরাবাদ ওপেন এবং স্লোভেনিয়ান আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন সৌরভ। রবিবার হো চি মিন সিটিতে জেতার পরে তিনি বলেন, ‘‘এই সপ্তাহে যে রকম খেললাম, তাতে আমি খুশি। তিন জন জাপানির বিরুদ্ধে খেলেছি। ওদের খেলার ধরনটা মোটামুটি একই রকম। প্রত্যেকই আক্রমণ করতে চায়। ওদের খেলার মধ্যে যে সামান্য ফারাকটা থাকে, সেটা খেলতে খেলতে বুঝতে হয়।’’

ফাইনালে দ্বিতীয় বাছাই সৌরভের প্রথম গেম জিততে কোনও সমস্যা হয়নি। কিন্তু দ্বিতীয় গেমে সমস্যায় পড়ে যান। পরে অবশ্য ফিরে আসেন। এই জয় নিয়ে তিনি বলেছেন, ‘‘ফাইনালে বেশ কঠিন লড়াই হয়েছে। তবে নিজের খেলা খেলতে পেরে আমি খুশি। এই জয় আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।’’ দ্বিতীয় গেমে কী হয়েছিল? বিশ্বের ৩৮ নম্বর খেলোয়াড় বলেছেন, ‘‘প্রথম গেমে আমি ওর দুর্বল রিটার্নগুলোর জন্য অপেক্ষা করে ছিলাম। আমি বুঝেছিলাম, ওর রক্ষণ কিছুটা কমজোরি। সেই সুযোগটা নিতে চেয়েছিলাম। দ্বিতীয় গেমে হাওয়ার জন্য একটু সমস্যা হচ্ছিল। ও অনেকটাই এগিয়ে যায়। এর পরে তৃতীয় গেমে কোর্ট বদলানোর পরেই আমি পুরনো ছন্দ ফিরে পাই। যে কারণে জিততে সমস্যা হয়নি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন