SC East Bengal

SC East Bengal: দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল, অনুশীলনে ছন্দে ফুটবলাররা

বেশ কিছু দিন অনুশীলন করার পর প্রস্তুতি ম্যাচ খেলে নিজের ফুটবল দর্শনের সঙ্গে লাল-হলুদ ফুটবলারদের ধাতস্থ করাতে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছেন এসসি ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ১৯:২৭
Share:

প্রস্তুতি শুরু করে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। ছবি: টুইটার থেকে

আইএসএল-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ঘোষণা করে দিল তারা। শুক্রবার গোয়ার ডন বস্কোর মাঠে ভাস্কো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবেন অরিন্দম-ড্যানিয়েল চিমারা। শনিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সালগাওকরের মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল। সকাল আটটা থেকে দুট ম্যাচ খেলবে তারা।

বেশ কিছু দিন অনুশীলন করার পর প্রস্তুতি ম্যাচ খেলে নিজের ফুটবল দর্শনের সঙ্গে লাল-হলুদ ফুটবলারদের ধাতস্থ করাতে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছেন এসসি ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াস। এসসি ইস্টবেঙ্গলকে দেওয়া এক সাক্ষাৎকারে দিয়াস বলেন, ‘‘বেশ কিছু দিন অনুশীলন করার পরে দলটা প্রস্তুতি ম্যাচ খেলার মত জায়গায় এসেছে। ফুটবলারদের ম্যাচের অভিজ্ঞতা দিতে এবং আমাদের ফুটবল দর্শনের সঙ্গে তাদের ধাতস্থ করাতে প্রস্তুতি ম্যাচ খেলা খুব জরুরী। সেই জন্যই দুটি ম্যাচ খেলছি। এতে দলের রণনীতি, চিন্তা-ভাবনা বুঝতেও সুবিধা হবে ফুটবলারদের।’’

Advertisement

এই দুটি ম্যাচ ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে বলে মনে করেন দিয়াসের সহকারী অ্যাঞ্জেল গার্সিয়া। তিনি বলেন, ‘‘এই প্রস্তুতি ম্যাচের ফলে দল কতটা তৈরি হয়েছে সেটা আমরা বুঝতে পারব। যে ভাবে ফুটবল আমরা খেলতে চাই সেই ভাবে ফুটবলাররা খেলতে পারছে কিনা সেটার একটা ধারণা পাব। পাশাপাশি ফুটবলারদের আত্মবিশ্বাসও বাড়বে।’’

বৃহস্পতিবার অনুশীলনে বাঁ পায়ের দারুণ শটে গোল করেন এসসি ইস্টবেঙ্গল স্ট্রাইকার ড্যারেন সিডওয়েল। মোট দুটি গোল করেন তিনি। অনুশীলনের পর বাঁ পায়ের শটে করা দ্বিতীয় গোলটিকেই সেরা বেছে নিলেন চিমা। প্রথম দু’দিন অনুশীলনে খুব কষ্ট হয়েছিল বলে জানান তিনি। চিমা বলেন, ‘‘প্রথম দুটো দিন খুব কষ্ট হয়েছে। অনেক দিন পর নতুন করে অনুশীলন শুরু করলে সমস্যা হবেই। সেটাই হয়েছিল। তবে তারপর থেকে আর সমস্যা হয়নি। দারুণ লাগছে অনুশীলন করে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন