ISL

ইস্টবেঙ্গলে সই করলেন এ লিগের অভিজ্ঞ ডিফেন্ডার স্কট নেভিল

ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার আগে কোচ রবি ফাওলার ব্রিসবেন রোরকে কোচিং করিয়েছেন। সেখানেই ফাওলারের কোচিংয়ে খেলেছেন নেভিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ১৬:৩৮
Share:

ইস্টবেঙ্গলের ডিফেন্স সামলাবেন স্কট নেভিল। ছবি-টুইটার।

ইস্টবেঙ্গলের জার্সি পরে এ বার আইএসএলে খেলবেন এ লিগে খেলা ডিফেন্ডার স্কট নেভিল। মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গল সরকারি ভাবে জানিয়ে দেয়, অভিজ্ঞ এই ডিফেন্ডারকে লোনে নেওয়া হয়েছে।

Advertisement

ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার আগে কোচ রবি ফাওলার ব্রিসবেন রোরকে কোচিং করিয়েছেন। সেখানেই ফাওলারের কোচিংয়ে খেলেছেন নেভিল। ২০১৯-২০ মরসুমে নেভিল ব্রিসবেন রোরের হয়ে প্রায় সবক'টি ম্যাচেই খেলেছেন। ডিফেন্সকে জমাট রেখেছিলেন তিনি। এ লিগে চতুর্থ হয় ব্রিসবেন রোর। এর পিছনে এই ডিফেন্ডারের অবদান রয়েছে অনেকটাই।

নেভিল ১২ মরসুম খেলছেন এ লিগে। দুশোর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে নেভিলের। এ রকম একজন অভিজ্ঞ ডিফেন্ডারের খোঁজেই ছিল ইস্টবেঙ্গল। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ২৩ দলের হয়েও খেলেছেন নেভিল।

Advertisement

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের রান্নাঘরে ৪ সপ্তাহ, ভবিষ্যতের ১১ প্রতিনিধি

এ বার সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ, নতুন দল। নেভিল বলেছেন, “ভারতে নতুন চ্যালেঞ্জ। লাল-হলুদ জার্সি পরে মাঠে নামার অপেক্ষায় রয়েছি। আমার উপরে প্রত্যাশার চাপ রয়েছে। সেটা আমি ভালই জানি। সমর্থকদের উদ্দেশে বলতে পারি, আমরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন