মেয়ের প্রথম হাঁটা দেখতে পেলেন না সেরিনা

মেয়েকে সঙ্গে নিয়েই উইম্বলডনে এসেছেন সেরিনা। গত সপ্তাহে উইম্বলডনের ঘাসের কোর্টে তাকে বসিয়ে ছবি তুলে তা ইনস্টাগ্রামে পোস্টও করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৮ ০৫:২৫
Share:

সেরেনা উইলিয়ামস। ছবি- রয়টার্স।

টেনিসের জন্য কতই না ব্যক্তিগত শখ-আহ্লাদ ও সেরা মুহূর্তগুলির আনন্দ উপভোগ করা থেকে বঞ্চিত হয়েছেন। এ বার সেরিনা উইলিয়ামসের সেই না পাওয়া মুহূর্তগুলোর তালিকায় ঢুকে পড়ল আর একটা ঘটনা। দশ মাসের মেয়ে অলিম্পিয়ার প্রথম হাঁটি হাঁটি পা পা করা নিজের চোখে দেখতেই পেলেন না তিনি। যা জানার পর আর চোখের জল সামলাতে পারেননি তাঁর লড়াকু মা।

Advertisement

দিন দুয়েক আগের ঘটনা। সেরিনা যখন অল ইংল্যান্ড ক্লাবে অনুশীলনে ব্যস্ত ছিলেন, তখন তাঁর দশ মাসের মেয়ে অলিম্পিয়া প্রথম হাঁটতে শুরু করে। কিন্তু অনুশীলনে ব্যস্ত থাকায় সেই দৃশ্য স্বচক্ষে দেখতে পাননি তিনি। উইম্বলডনের চতুর্থ রাউন্ডে ওঠা মার্কিন তারকা তাঁর টুইটারে লেখেন, ‘‘ও (অলিম্পিয়া) প্রথম হাঁটল... আমি অনুশীলন করছিলাম, দেখতে পাইনি। কেঁদে ফেলেছি।’’

মেয়েকে সঙ্গে নিয়েই উইম্বলডনে এসেছেন সেরিনা। গত সপ্তাহে উইম্বলডনের ঘাসের কোর্টে তাকে বসিয়ে ছবি তুলে তা ইনস্টাগ্রামে পোস্টও করেন। মাত্র দশ মাসের অলিম্পিয়ার সেই ছবি এক লক্ষেরও বেশি মানুষ পছন্দ করেছেন। অলিম্পিয়ার অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে চার লক্ষ। অন্য টেনিস তারকারা যখন পেশাদার ও পারিবারিক জীবনের মধ্যে দূরত্ব বজায় রাখতেই পছন্দ করেন, তখন কেন সেরিনা তাঁর মেয়েকে সারা দুনিয়ার সামনে মেলে ধরছেন, উঠছে সে প্রশ্নও। সেরিনা বলেছেন, ‘‘এটা ২০১৮। আমি যথেষ্ট আধুনিক। আমার কাছে এটাই স্বাভাবিক। আমার মেয়ে বেশ মজাদার। ওর মুহূর্তগুলো সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই চাই। তবে বেশি ছবি ওর অ্যাকাউন্টে শেয়ার করি না। এতে দোষের কিছু নেই।’’ জনপ্রিয়তায় বাবাকেও ছাড়িয়ে গিয়েছে অলিম্পিয়া। তার বাবা অ্যালেক্সিস ওহানিয়ন সিনিয়রের ফলোয়ারের সংখ্যা তিন লক্ষ ৬৬ হাজারের মতো, সেখানে তাঁর মেয়ের ফলোয়ার চার লক্ষেরও বেশি!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement