সেরিনাই আদর্শ জেলেনার

গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়ে যিনি এখন থামতে চান না। ফরাসি ওপেনের পরে তাঁর লক্ষ্য উইম্বলডন। ‘‘গ্র্যান্ড স্ল্যাম জিতব কোনওদিন ভাবিনি। এখন যখন একটা জিতেছি তখন আর থামতে চাই না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুন ২০১৭ ০৪:০৯
Share:

ট্রফি হাতে অস্টাপেঙ্কো। ছবি: এএফপি

গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়ার ঘোর এখনও কাটেনি জেলেনা অস্তাপেঙ্কোর। চব্বিশ ঘণ্টা আগেই ফরাসি ওপেনের ইতিহাসে অন্যতম সেরা অঘটন ঘটিয়েছেন তিনি। ফরাসি ওপেনে নামার সময় লাতভিয়ার তরুণী ছিলেন অনামী এক খেলোয়াড়। যাঁর ঝুলিতে কোনও খেতাব ছিল না। কিন্তু ফরাসি ওপেন শেষে তিনি পাকাপাকি ভাবে ইতিহাসে। রোলঁ গ্যারোজের ইতিহাসে তিনিই প্রথম মহিলা যিনি অবাছাই হিসেবে চ্যাম্পিয়ন হলেন।

Advertisement

গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়ে যিনি এখন থামতে চান না। ফরাসি ওপেনের পরে তাঁর লক্ষ্য উইম্বলডন। ‘‘গ্র্যান্ড স্ল্যাম জিতব কোনওদিন ভাবিনি। এখন যখন একটা জিতেছি তখন আর থামতে চাই না। প্রতিটা গ্র্যান্ড স্ল্যামই জিততে চাই,’’ বলছেন অস্তাপেঙ্কো।

তবে কুড়ি বছর বয়সি লাটভিয়ান তারকার আক্ষেপ এ বার উইম্বলডনে তাঁর প্রিয় সেরিনা উইলিয়ামস খেলতে পারবেন না। ‘‘ছোটবেলা থেকেই আমার আদর্শ সেরিনা। সেরিনার লড়াকু মানসিকতা আমার দারুণ লাগে। কোর্টে ওর আগ্রাসনও দেখার মতো।’’

Advertisement

অস্তাপেঙ্কোর আজও মনে আছে প্রথম বার ঘাসের কোর্টে খেলার অভিজ্ঞতা। ‘‘প্রথম বার যখন ঘাসের কোর্টে খেলেছিলাম খুব সমস্যা হয়েছিল। ভাল লাগেনি একটুও। তখন ভাবতাম কী করে কেউ ঘাসে টেনিস খেলে। ভাবতাম ঘাসে তো শুধু ফুটবলই খেলা হয়,’’ বলছেন তিনি। তবে ধীরে ধীরে এর পরে ঘাসের কোর্টে মানিয়ে নেন অস্তাপেঙ্কো। তিনি বলছেন, ‘‘প্রচুর পরিশ্রম করেছি তার পরে। শিখেছি কী ভাবে খেলতে হয় ঘাসে। এখন ঘাসের কোর্টে খেলাটা খুব উপভোগ করি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন