নাস্তাসে-কে কড়া জবাব সেরিনার

ইলি নাস্তাসের বিদ্রুপের জবাবে অবশেষে মুখ খুললেন সেরিনা উইলিয়ামস। রোমানিয়ার এই প্রাক্তন টেনিস খেলোয়াড়-কে নিজের ইনস্ট্যাগ্রাম অ্যাকাউন্টে পাল্টা আক্রমণ করলেন সেরিনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ০৪:১১
Share:

পাল্টা: নাস্তাসে-কে পাল্টা আক্রমণ সেরিনার। ফাইল চিত্র

ইলি নাস্তাসের বিদ্রুপের জবাবে অবশেষে মুখ খুললেন সেরিনা উইলিয়ামস। রোমানিয়ার এই প্রাক্তন টেনিস খেলোয়াড়-কে নিজের ইনস্ট্যাগ্রাম অ্যাকাউন্টে পাল্টা আক্রমণ করলেন সেরিনা। নাস্তাসের মন্তব্যকে ‘বর্ণবিদ্বেষমূলক বলার পাশাপাশি মেয়েদের টেনিসের এক নম্বর খেলোয়াড় অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনকে। নাস্তাসে-র মন্তব্য নিয়ে তদন্ত শুরু করার জন্য।

Advertisement

দিন দু’য়েক আগে সেরিনা-কে নিয়ে প্রশ্নে নাস্তাসে বলেছিলেন, ‘‘দেখা যাক, সেরিনার বাচ্চার রং কেমন হয়। দুধের মধ্যে চকোলেট দিলে যে রকম হয়, সে রকম কি না।’’

যে বিদ্রুপের জবাবে সেরিনা তাঁর ইনস্ট্যাগ্রামে লিখেছেন, ‘‘আমার ভেবে অত্যন্ত খারাপ লাগছে যে আমরা এমন এক সমাজে বাস করি, যেখানে ইলি নাস্তাসের মতো লোক ঘুরে বেড়াচ্ছে। যে আমার এবং আমার গর্ভের সন্তানের উদ্দেশে এ রকম বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করতে পারে।’’

Advertisement

এতেই থামেননি সেরিনা। তিনি আরও লিখেছেন, ‘‘আমি তোমার মতো ভীত নই। আমি কাপুরুষ নই। আমার উগ্রতা কি তোমার অপছন্দ? তোমার কথা দিয়ে তুমি আমাকে গুলি করতে পার...তোমার ঘৃণা দিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করতে পার, কিন্ত আমি ঠিক ভেসে উঠব।’’

নাস্তাসে-কে আক্রমণ করার পাশাপাশি আইটিএফ-কে ধন্যবাদ দিয়ে সেরিনা বলেছেন, তদন্ত চলাকালীন তাঁর পূর্ণ সমর্থন পাবে টেনিস সংস্থা। আইটিএফ প্রেসিডেন্ট ডেভিড হ্যাগার্টি বলেছেন, ‘‘আমরা সব কিছু খতিয়ে দেখে তদন্ত করব। নাস্তাসের বক্তব্যও আমরা শুনব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement