Sport News

উইম্বলডনের আগে পুরো সুস্থ সেরিনাকে দেখার আশায় কোচ

তেইশ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরিনা গত সোমবার ফরাসি ওপেন কোয়ার্টার ফাইনালে চোটের জন্য মারিয়া শারাপোভার বিরুদ্ধে খেলতে পারেননি। তখন সার্ভিসই করতে পারছিলেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ০৪:৫৯
Share:

ছবি: রয়টার্স।

সেরিনা উইলিয়ামসের উইম্বলডনের আগে সুস্থ হয়ে যাওয়া উচিত বলে মনে করছেন তাঁর কোচ প্যাট্রিক মৌরাতোগলু।

Advertisement

তেইশ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরিনা গত সোমবার ফরাসি ওপেন কোয়ার্টার ফাইনালে চোটের জন্য মারিয়া শারাপোভার বিরুদ্ধে খেলতে পারেননি। তখন সার্ভিসই করতে পারছিলেন না। মৌরাতোগলু বলেছেন, ‘‘দু’সপ্তাহের মধ্যে ওর সুস্থ হয়ে যাওয়া উচিত। তার পরেও ওর হাতে দিন পনেরো থাকছে। তখন নিজের গতিও বাড়িয়ে ফেলতে পারবে। উইম্বলডনের জন্যও পুরোপুরি তৈরি হয়ে যাবে।’’

গত বছরের অস্ট্রেলীয় ওপেনের পরে রলঁ গারোসেই সেরিনা প্রথম গ্র্যান্ড স্ল্যামে খেলতে নেমেছিলেন। শুরুর দিকে তিনি ছন্দেই ছিলেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে মারিয়া শারাপোভার বিরুদ্ধে নামার আগে তাঁর হাতে চোট লাগে। ম্যাচ খেলতেই পারেননি। মৌরাতোগলু বলেছেন, ‘‘না খেলার সিদ্ধান্তটা একেবারে সঠিক ছিল। ও তো সার্ভিসই করতে পারছিল না তখন। আর সার্ভিস না করলে মারিয়ায় সঙ্গে জিতবে কী করে।’’ সেরিনার কোচ আরও যোগ করেছেন, ‘‘ম্যাচ খেলাটাও ওর জন্য অসম্ভব ঝুঁকির হয়ে যেত। পেশী ছিঁড়ে যেতে পারত। সে রকমই অবস্থা ছিল সেরিনার।’’

Advertisement

উইম্বলডন শুরু হচ্ছে ২ জুলাই। সুস্থ হয়ে উঠলেও সেরিনা কি নিজেকে তৈরি করার মতো যথেষ্ট ম্যাচ পাবেন? মৌরাতোগলুর জবাব, ‘‘আমার মনে হয় পাবে। তা ছাড়া প্যারিসে তো ম্যাচ খেললই। শুরুতে নিজেকে সে ভাবে মেলে ধরতে পারেনি। কিন্তু দ্বিতীয় ম্যাচের প্রথম সেটের পরে আসল সেরিনা বেরিয়ে এসেছিল। এটা দেখে ভাল লাগছে যে, ওর মধ্যে প্রতিদ্বন্দ্বীতা করার মানসিকতা ফিরে এসেছে। হাত নিয়ে সমস্যা থাকলেও এখন আগের চেয়ে অনেক বেশি সুস্থ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন