বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেরিনাই নেই

পেশাদার টেনিস মরসুমের শেষ টুর্নামেন্ট ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস থেকে নাম তুলে নিলেন সেরিনা উইলিয়ামস। মার্কিন মহাতারকা নিজের টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে এ দিন প্রথম প্রকাশ্য করেন আগামী ২৩ অক্টোবর থেকে সিঙ্গাপুরে শুরু ডব্লিউটিএ ফাইনালসের সিঙ্গলসে তাঁর অংশ নিতে না পারার খবর এবং তার কারণও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৬ ০৪:২৬
Share:

সিঙ্গাপুরে খেলবেন না জানিয়ে ছবি-সহ টুইট সেরিনার।

পেশাদার টেনিস মরসুমের শেষ টুর্নামেন্ট ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস থেকে নাম তুলে নিলেন সেরিনা উইলিয়ামস।

Advertisement

মার্কিন মহাতারকা নিজের টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে এ দিন প্রথম প্রকাশ্য করেন আগামী ২৩ অক্টোবর থেকে সিঙ্গাপুরে শুরু ডব্লিউটিএ ফাইনালসের সিঙ্গলসে তাঁর অংশ নিতে না পারার খবর এবং তার কারণও। সেরিনা জানিয়েছেন, এখনও তিনি কাঁধের চোটজনিত সমস্যার পূর্ণ সমাধান করে উঠতে পারেননি। যা তাঁকে ২০১৬ বছরভর ভুগিয়ে চলেছে।

তার মধ্যেই সেরিনা এ বছরই স্টেফি গ্রাফের ওপেন যুগে সর্বাধিক (২২) গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব জেতার রেকর্ড স্পর্শ করেন। কিন্তু যুক্তরাষ্ট্র ওপেনে সেই রেকর্ড ভাঙার সুযোগ পেয়েও পারেননি। নিউইয়র্কে সেমিফাইনালে হারার পর সম্প্রতি চিনে দু’টো পেশাদার ট্যুরের টুর্নামেন্ট খেলেননি তিনি পুরো ফিট না থাকায়। এ ছাড়াও স্টেফির সমান সর্বকালের সর্বাধিক টানা ১৮৬ সপ্তাহ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বর থাকার পর সেরিনা বর্তমানে জার্মানির অ্যাঞ্জেলিক কের্বারের কাছে সেই সিংহাসনও হারিয়ে বসেছেন।

Advertisement

সিঙ্গাপুরে বছরের সেরা আট টেনিস তারকার লড়াই থেকে সেরিনা সরে দাঁড়ানোয় গ্রেট ব্রিটেনের এক নম্বর মেয়ে জোনাথন কন্টা (বিশ্ব র‌্যাঙ্কিং ৯) খেলার সুযোগ পাচ্ছেন। সোমবারই টাটকা র‌্যাঙ্কিং প্রকাশ করেছে মেয়ে ও ছেলেদের পেশাদার সার্কিট ডব্লিউটিএ এবং এটিপি। সেরিনা বলেছেন, ‘‘সিঙ্গাপুরের প্রতিটি টেনিসপ্রেমীকে অভিবাদন। একইসঙ্গে আমি সত্যিই খুব দুঃখিত যে, এ বছর ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস খেলতে ওখানে যেতে না পারায়। এ বছরটা খুব কঠিন গিয়েছে আমার। কাঁধের চোটের সঙ্গে অনেক লড়াই করতে হচ্ছে। আমার চিকিৎসক পরামর্শ দিয়েছেন আমাকে এখন বাড়িতে বিশ্রাম নেওয়ার। প্রতিটা দিনের বিশ্রামই আমাকে সম্পূর্ণ সারিয়ে তুলবে।’’

ডব্লিউটিএ সংস্থাও তাদের টুইটারে সেরিনার সুস্থতা কামনা করে লিখেছে, ‘তাড়তাড়ি সেরে উঠুন সেরিনা উইলিয়ামস।’ সেরিনাও জানাচ্ছেন, আগামী জানুয়ারিতে অকল্যান্ড ওপেন খেলে তাঁর ২০১৭ মরসুম শুরু করার পরিকল্পনা এখনও অপরিবর্তিতই আছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন